দক্ষিণবঙ্গ সফরে নাড্ডার নজরে মমতা-অভিষেকের গড়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গের পর এবার দুই দিনের দক্ষিণবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর দক্ষিণবঙ্গের সফরসুচী স্থির করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক থেকেই। আর সেই তালিকায় রয়েছে যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারও।

এর আগে একাধিকবার ‘পিসি-ভাইপো’ সরকার বলে কটাক্ষ করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। কিছুদিন আগেই ডায়মন্ড হারবারের জনসভা থেকে বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেছিলেন, “সাহস থাকলে ভাববাচ্যে কথা না বলে নাম ধরে বলুন”। বিজেপি নেতাদের নাম ধরে একাধিক মন্তব্য করতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারই কি পাল্টা জবাব দিতে অভিষেকের গড় থেকেই সফর শুরু করতে চলেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

২১ এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাংলায় প্রতিমাসেই একবার করে ঘুরে সংগঠন দেখে যাবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। সারা দেশে এই মুহুর্তে একাধিক সফর করছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তারই একটি কর্মসুচী হিসাবে বাংলায় দু’দিনের সফরে আসতে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ খরচ কমাতে চিকিৎসক- নার্সদের হোটেল খরচ আর বহন করবে না সরকার

বিজেপি সূত্রের খবর, প্রথমদিন ভবানীপুরে গিরিশ মুখার্জী রোডে ‘আর নয় অন্যায়’ কর্মসুচীতে অংশগ্রহণ করবেন জেপি নাড্ডা। ওই দিনেই এলাকায় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ভোটের প্রস্তুতি এবং সংগঠন নিয়ে। যোগ দেবেন চায়ে পে চর্চায়। এছাড়াও নয়টি জেলায় পার্টি অফিস উদ্বোধন করবেন তিনি।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে কর্মসুচী রয়েছে বিজেপি সভাপতির। ডায়মন্ড হারবারে সংগঠন দুর্বল থাকার কারণেই সেখানে বিশেষ নজর গেরুয়া শিবিরের। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে জনসভা করে বিশেষ বার্তা দিতে চাইছেন তিনি। তবে জন সম্পর্ক করতে গিয়ে ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বিজেপি সভাপতি? তার দিকে নজর থাকবে।

এর আগে দুই বার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ এবং ২০১৬ সালের নির্বাচনে জয়লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নাড্ডার সফরকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। তৃণমূলের একাংশের দাবী, নাড্ডার সফরেও কোনো প্রভাব পড়বে না। বরং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার জোরে ব্যাপক জনমত নিয়ে শুধুমাত্র ভবানীপুর নয়, সারা রাজ্যে ব্যাপক আসনে জয়লাভ করবে ঘাসফুল শিবির।

সম্পর্কিত পোস্ট