ড্যামেজ কন্ট্রোলে নয়া চাল যোগী সরকারের, কৃষকের কাছে পৌঁছতে ‘কিষাণ সংবাদ’
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কৃষক আন্দোলনের পাল্টা জবাব দিতে প্রস্তুত বিজেপি । উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগেই কিষাণ সংবাদের আয়োজন করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১৬ থেকে ২৩ আগস্ট অব্দি এই কর্মসূচির আয়োজন করা হয়েছ।
কিষাণ সংবাদ কর্মসূচীঃ
একজন নেতা চারটি করে বিধানসভা অঞ্চলে যাবেন। সারাদিন সেখানেই থাকবেন। সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলবেন। তাদের সমস্যাগুলো শুনবেন। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি তুলে ধরবেন। বোঝাবেন কৃষি আইনের উপকারিতা সম্পর্কে।
এই প্রক্রিয়ায় ১০৪ টি বিধানসভা কেন্দ্রকে ইতিমধ্যেই চিহ্নিতকরন করা হয়েছে।৪০ জন বিজেপি নেতার দল সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করবেন। সেই দলে থাকবেন যোগী রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও।
কাঙ্খিত কক্ষপথে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল ইসরোর EOS-03 স্যাটেলাইট
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছরের নভেম্বর মাস থেকে দেশজুড়ে কৃষক আন্দোলন শুরু হয়েছে। নিজেদের দাবিতে অনড় কৃষকরা। একাধিকবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসলেও সমাধানসূত্র অধরা। চলতি বছরের বাদল অধিবেশন চলাকালীন সংসদ ভবনের সামনে কিষান সংসদ করে কৃষকরা। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন একাধিক মহিলাও।
উত্তর প্রদেশেও কৃষক নেতা রাকেশ টিকাইতের নেতৃত্বে আন্দোলন চলছে। কিসান পঞ্চায়েতের মাড্ধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকদের একজোট করছে বিকেইউ সংগঠন।
এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারকে যথেষ্ট ব্যাকফুটে যেতে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে কৃষি আন্দোলনের জেরে যথেষ্ট চাপে পড়তে হবে। এহেন পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল করতে প্রস্তুতি নিচ্ছে যোগী সরকার। তবে কিষান সংবাদ আদৌ কতটা ফলপ্রসূ সেটা সময় বলে দেবে।