ভার্চুয়ালি ২১ জুলাই, বেঁধে দেওয়া হল ১১ দফার ‘সোশ্যাল’ নির্দেশিকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যজুড়ে করোনা অতিমারির প্রবাহে এবারেও একুশে জুলাই পালিত হবে ভার্চুয়ালি। এমনই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের মতো এবারও ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পৌঁছে দেওয়া হবে জেলায় জেলায়।তবে রাজ্যের গণ্ডি পেরিয়ে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পৌঁছে যাবে দিল্লি, ত্রিপুরা, আসাম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট সহ বিভিন্ন জায়গায়।
২১শে জুলাই শহীদ সমাবেশ ভার্চুয়ালি হবে। একথা জানার পরেও উদ্দীপনা এতটুকুও কমেনি কর্মী-সমর্থকদের। তৃতীয় বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবারের শহীদ দিবস পালন হবে মহাসমারোহে।
ইতিমধ্যেই ভার্চুয়ালি সমাবেশের প্রস্তুতি কোমর বেঁধে শুরু করে দিয়েছে তৃণমূলের নেতৃত্ব। একুশে জুলাই ভার্চুয়ালি সমাবেশকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।
- একুশে জুলাই দুপুর একটা থেকে সমাবেশ শুরু হওয়ার আগে মোবাইলে ১০০ শতাংশ চার্জ দিয়ে রাখতে হবে। সমাবেশ দেখার জন্য ইন্টারনেট বাঁচিয়ে রাখতে হবে।
- সমাবেশ শুরু হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজের লিংক দুপুর ১.৪৫ মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে।
- মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন তখন প্রত্যেককে লাইক শেয়ার করতে হবে।
- প্রতিটি তৃণমূলের সদস্য কে কমপক্ষে কুড়িটি করে কমেন্ট করতে হবে।
- কমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখি প্রকল্প ও উন্নয়নমূলক কাজ তুলে ধরতে হবে।
- একটি কমেন্টের পর ৪০ থেকে ৫০ সেকেন্ড সময় নিয়ে পরের কমেন্ট করতে হবে।
- প্রতিটি কমেন্টের পর নিজের জেলার নাম হ্যাশট্যাগ দিতে হবে।
- মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ লাইভে বক্তৃতা দেবেন ততক্ষণ প্রত্যেক সদস্যকে লাইভে থাকতেই হবে।
- যদি কোনো বড় স্ক্রিনে লাইভ দেখানো হয় সেক্ষেত্রে ফোনে লাইভ চালিয়ে কমেন্ট করতে হবে।
- তৃণমূল কর্মী ছাড়াও তাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব সবাইকে এই লিংক পাঠিয়ে ভার্চুয়াল সমাবেশ দেখার অনুরোধ করতে হবে।
- এই সমাবেশের লাইভ কোনো জেলার পেজ বা কোন ফ্যান পেজ থেকে ওয়াচ পার্টি করা যাবে না।
Exclusive : কোচবিহারেই জন্ম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের, বলছেন বাংলাদেশি আত্মীয়রা
উল্লেখ্য ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল। দলের প্রত্যেকটি উন্নয়নমূলক কাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি বক্তব্য সাধারণ মানুষের কাছে দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়াকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য গতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই এর ভার্চুয়াল বক্তব্য সকলের কাছে পৌঁছলেও ভিউয়ার্স এবং এঙ্গেজমেন্ট ছিল খুবই কম। যানিয়ে কটাক্ষ করতে পিছপা হননি বিরোধীরা তাই এবার শুরু থেকেই আটঘাট নেমে ময়দানে নামতে চাইছে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় ভার্চুয়ালি চলছে তারই প্রস্তুতি