অপেক্ষা মাত্র কিছুক্ষণের, তারপরই এসে পৌঁছবেন অমিত শাহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  অপেক্ষা মাত্র কিছুক্ষণের। তারপর পশ্চিমবঙ্গে এসে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে বাংলা ভাষায় টুইট করে পশ্চিমবঙ্গের বিজেপির কার্যকর্তা, সাংবাদিক বন্ধু ও বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করার প্রত্যাশায় তিনি যে উন্মুখ হয়ে রয়েছেন তা জানালেন।

 

অমিত শাহের বঙ্গ সফর ঘিরে তৎপরতা তুঙ্গে। আজ রাতে তিনি থাকবেন রাজারহাটের হোটেলে। বৃহস্পতিবার সকালে চপারে উড়ে যাবেন বাঁকুড়ায়। সেখানে কর্মী সম্মেলন করে ফের সল্টলেকে ফেরার কথা। বৃহস্পতিবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলির শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন অমিত শাহ।

এরপর বৃহস্পতিবার রাতে বাঁকুড়া থেকে রাজারহাটের হোটেলে ফিরবেন শাহ। শুক্রবার সকালে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। সেখান থেকে যাবেন সল্টলেকের ইজেডসিসিতে। দুই ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।

বিজেপি সূত্রে খবর, দুপুরে কোনও একটি উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারতে পারেন অমিত শাহ। তারপর বিকেলে যেতে পারেন শাস্ত্রীয় সঙ্গীতের পুরোধা পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে।

 

সম্পর্কিত পোস্ট