চাকরি ছাড়ার দিন বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, না মানলেই বড় বিপদ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এস‌এসসি ও টেট নিয়োগ দুর্নীতি মামলায় এতোদিন চাকরি দেওয়ার সময়সীমা বেঁধে দিচ্ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই তিনিই এবার চাকরি ছাড়ার দিন নির্ধারণ করে দিলেন। তার মধ্যে সরকারি চাকরি থেকে ইস্তফা না দিলে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে বলে সাবধান‌ও করে দিয়েছেন।

বুধবার কলকাতা হাইকোর্টে এস‌এসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। এদিন সিবিআই মোট চারটি তদন্ত রিপোর্ট পেশ করে। যা দেখেই বিচারপতি বলে ওঠেন, “আই অ্যাম শকড!”

কী ছিল ওই রিপোর্টে? সিবিআই সূত্রে খবর, তারা তদন্ত করতে গিয়ে দেখেছে এস‌এসসির শিক্ষক ও নিয়োগ দুর্নীতি এক একেবারে পরীক্ষার খাতা থেকেই শুরু হয়েছে। অনেকে কিছু না লিখে সাদা খাতা জমা দিয়েও ৫৩ নম্বর পেয়েছে।

এরা আবার চাকরিও পেয়ে গিয়েছে। এমনকি সার্ভারেও নম্বর কারচুপি করা হয়েছে। উদ্ধার হ‌ওয়া হার্ডডিস্ক থেকে এই বিস্তারিত তথ্য পেয়েছে তারা। এই তথ্য দেখেই ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

ইরানের হিজাব বা বাংলার নীল-সাদা স্কুল ড্রেস, পোশাক চাপিয়ে দিলেই গর্জে উঠছে আমজনতা

এর‌ইমাঝে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মঙ্গলবারে করা, “ব্যতিক্রমীদের‌ও চাকরি থাকুক চায় সরকার”, এই প্রসঙ্গ উঠতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের সকলের চাকরি যাবে।”

এরপরই সময় বেঁধে দিয়ে বলেন, “আগামী ৭ নভেম্বরের মধ্যে বেআইনিভাবে নিযুক্ত এস‌এসসির কর্মীদের ইস্তফা দিতে হবে। নাহলে দোষ প্রমাণ হলেই বরখাস্ত করা হবে। পাশাপাশি তাঁরা যাতে আর সরকারি চাকরি না পান সেই ব্যবস্থা আদাত করবে বলেও জানান।

এখন দেখার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারির পর কেউ স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দেন কিনা।

সম্পর্কিত পোস্ট