Justice Gangopadhyay : “মানুষটা খারাপ না….বেশ ভালো….” – কুণালের প্রশংসায় বিচারপতি গঙ্গোপাধ্যায়

কুণালের প্রশংসায় বিচারপতি

The Quiry : Justice Gangopadhyay “মানুষটা খারাপ না….বেশ ভালো….”– কুণালের প্রশংসায় বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি জানিয়েছেন, মাঝে-মধ্যে কুণাল ঘোষ তাঁর খোঁজখবর নেন। সোমবার একটি মামলা চলাকালীন কুণাল ঘোষ সম্পর্কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে। একদিন আমার চেম্বারে এসেছিলেন, আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম।” তিনি আরও বলেন, “মানুষটা খারাপ না। আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলেন। ভদ্র মানুষ, ভাল ব্যবহার করেন। আমিই বা কেন খারাপ ব্যবহার করব!”

কুণাল ঘোষের সাহিত্য চর্চার কথাও এদিন উল্লেখ করেছেন বিচারপতি। তিনি বলেন, “ওঁর একটি উপন্যাস আমাকে পাঠিয়েছেন। বেশ ভাল লিখেছেন। লেখার হাত খুব ভাল।” তবে কুণাল ঘোষ যে বিভিন্ন সময় তাঁকে নিশানা করেছেন, সে কথাও উল্লেখ করতে ভোলেননি বিচারপতি। তিনি বলেন, ‘আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলেছেন।’ সম্প্রতি সন্দেশখালির ঘটনায় বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে।’

Justice Gangopadhyay : “মানুষটা খারাপ না….বেশ ভালো….” – কুণালের প্রশংসায় বিচারপতি গঙ্গোপাধ্যায়

আরও খবর- Job opportunity : মাধ্যমিক পাশেই এবার পুরসভায় চাকরির দারুণ সুযোগ

আক্রান্ত ইডি অফিসারদের দেখতেও গিয়েছিলেন তিনি। বিচারপতির মন্তব্যের পর কুণাল ঘোষ বলেছিলেন, ‘চেয়ার ছেড়ে রাজনীতিতে আসুন।’ বিচারপতির মন্তব্য শুনে তিনি বলেন, “উনি খুব ভুল বলেননি।” কুণাল বলেন, “আমার আড্ডা মারতে ভালই লেগেছিল। তবে উনি যদি আমার দল ও নেত্রীকে আক্রমণ করেন, তাহলে পাল্টা সমালোচনা করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে।” বন্ধুত্বের কথা কার্যত স্বীকার করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

সম্পর্কিত পোস্ট