তৎপরতা তুঙ্গে, চলতি সপ্তাহেই ভক্তদের জন্য খুলতে পারে কালীঘাট মন্দিরের দরজা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ১ জুন থেকে রাজ্যে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার-সহ ধর্মীয় উপাসনালয় খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। যদিও কালীঘাট, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠের মতো বড় মন্দিরগুলোর দরজা ভক্তদের জন্য খোলা হয়নি। তবে এই সপ্তাহেই যাতে মন্দির খোলা যায় তার চূড়ান্ত তৎপরতা শুরু করে দিল কালীঘাট মন্দির কর্তৃপক্ষ।

রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা কালীঘাট মন্দির কমিটির সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেছেন, বিধি মেনে মন্দির খোলার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। তাঁর আশা, চলতি সপ্তাহেই খোলা যাবে মন্দির।

তিনি জানিয়েছেন, গোটা মন্দির স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে। তা ছাড়া একটি স্যানিটাইজ টানেলের ব্যবস্থা করা হবে। তার মধ্যে দিয়েই ভক্তরা মন্দিরে প্রবেশ করবেন। একসঙ্গে ১০ জনের বেশি মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। ১০ জন বেরিয়ে আসার পর পরের ১০` জন মন্দিরে প্রবেশ করতে পারবেন।

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মস্থান খোলার কথা ঘোষণা করেছিলেন। যদিও তিনি বলেছিলেন, এত দিন বন্ধ থাকার ফলে মন্দির এলাকায় ইঁদুর-বাদুড়, সাপ-ব্যাঙ থাকতে পারে।

তা মন্দির কমিটিকে স্যানিটাইজ করতে হবে। পরে কেন্দ্রীয় সরকারও পঞ্চম দফার লকডাউনের গাইডলাইনে ধর্মস্থান খোলার অনুমতি দিয়েছে। যদিও কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী ৫ জুন থেকে খোলা যাবে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার।

লকডাউনের আগেই মার্চের মাঝামাঝি সময় থেকে বন্ধ হয়ে যায় যে কোনও ধরনের জমায়েত। তালাবন্ধ করে দেওয়া হয় ধর্মসস্থানগুলির। পয়লা বৈশাখ থেকে পোঙ্গল, বিহু থেকে ইদ–একাধিক উৎসবে ঘরবন্দি থাকতে হয় মানুষকে। তবে আনলকের প্রথম পর্যায়েই ধর্মস্থান খোলার অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট