কালীকথাঃ দেবী সৃষ্টি ও সৌভাগ্যের প্রতীক, জানুন কলকাতার ৫ জাগ্রত কালীমন্দিরের ইতিহাস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ   দেবী কালিকা। একদিকে ভয়াল মূর্তি অন্যদিকে শান্ত রুপ। মহাদেবের বুকের ওপরে দাঁড়ানো বিবসনা এলোকেশী ও মুণ্ডমালিনী কালো বা শ্যামবর্ণের নারীমূর্তি।

দেবীর চার হাত। এক হাতে খড়্গ, এক হাতে রক্তঝরা মানুষের মাথা, অন্য দু’হাতের একটি অভয় দান ও অপরটি বরদানের। কালিকার এই মূর্তি যেমন একদিকে ধ্বংস ও অশুভনাশের প্রতীক,  তেমনই অন্যদিকে সৃষ্টি ও সৌভাগ্যের দেবীরূপে প্রতিষ্ঠিত করেছে তাঁকে।

তন্ত্রে কালী দশমহাবিদ্যার তালিকায় প্রথম। বিভিন্ন তান্ত্রিক রচনা থেকে জানা যায় যে, তান্ত্রিক মতে তাঁর সাধনা করলে সব কামনা পূর্ণ হয় ও সমৃদ্ধি লাভ করা যায়।

খাস কলকাতার বুকে এমন জাগ্রত পাঁচটি কালী মন্দির রয়েছে যেখানে মন থেকে মায়ের আরাধনা করে পুজো দিলে ফল মিলতে বাধ্য।

1) কালীঘাটের কালী

  • কালীঘাটে দেবীর চারটি আঙ্গুল পড়েছিল।
  • বলা হয় কাশীর মতো পুন্যক্ষেত্র হলো কালীঘাট।
  • প্রায় ২০০ বছরেরও বেশী পুরোনো এই মন্দির।
  • মনসা মঙ্গল কাব্যেও এই প্রাচীন মন্দিরের উল্লেখ আছে।
  • বলা হয়ে থাকে যশোহরের রাজা প্রতাপাদিত্যের খুল্লতাত শ্রী বসন্ত রায় একটি ছোট মন্দির নির্মাণ করেছিলেন।
  • সেই সময় দেবীর সেবায়েত ছিলেন ভুবনেশ্বর ব্রহ্মচারী। তিনি ছিলেন অপুত্রক।
  • তাঁর দৌহিত্র হালদাররাই বর্তমানে কালীঘাটের বিখ্যাত বংশ।
  • এই কালীঘাটের মূল পুজো আটটি।
  • এখানের অভিনবত্ব এটাই যে কালীপুজোর রাতে দেবীকে লক্ষ্মী রূপে এখানে পুজো করা হয়।

) দক্ষিণেশ্বরের মা ভবতারিণী-

  • এই মন্দির সম্পর্কে কথিত আছে একবার কাশী যাত্রার আগেরদিন ভোররাতে জানবাজারের রানী মা স্বপ্নে দেখা পেয়েছিলেন মা জগদম্বার।
  • “কাশী যাওয়ার দরকার নেই। গঙ্গাতীরে একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর…” এই স্বপ্নাদেশ পেয়ে গঙ্গার পূর্ববর্তী তীরে মন্দির স্থাপন করা হয়।
  • ১৮৫৫ খ্রিস্টাব্দে ৩১মে স্নানযাত্রার দিন কলকাতা থেকে ৬ কিলোমিটার দূরে ভাগীরথীর তীরে গড়ে তুলেছিলেন এই মন্দির।
  • মায়ের কাছে গিয়ে সব কষ্ট ঝেড়ে ভক্তিভরে মা-কে ডাকুন। মা ফেরান না।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tantra-sadhana-kalipujo-is-very-truthful/

3) ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালী –

  • বহু যুগ আগে এই মন্দিরটি তৈরি হয়েছিল ।
  • উদনারায়ন ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক আনুমানিক ১৭০৩ খ্রিস্টাব্দে মাটি দিয়ে সিদ্ধেশ্বরী রূপের কালীমূর্তি গড়েন।
  • ১৮০৬ খ্রিস্টাব্দে সেই জঙ্গলাকীর্ণ জায়গায় শংকর ঘোষ নামে এক ধনী ব্যক্তি কালীমন্দিরে আটচালা মন্দির নির্মাণ করে পুজোর ভারও নিজের কাঁধে নিয়ে নেন।
  • এখানে আদি কালী ছাড়াও জ্যৈষ্ঠ মাসে ফলহারিনী ও মাঘ মাসে রটন্তী কালী পূজা হয়।

4) সিদ্ধেশ্বরী বামা কালী-

  • আজকের বেহালা অতীতে সুন্দরবনের অংশ ছিল।
  • কথিত আছে লক্ষিন্দরের স্ত্রী দেবী বহুলার নাম থেকে জায়গার নাম হয় বেহালা।
  • বেহুলা দেবী কালীর আরেক রূপ।
  • এই জায়গার জাগ্রত কালিবাড়ি হলো সিদ্ধেশ্বরী মন্দির।
  • আড়াইশো বছর আগে বরিশায় স্থাপিত হয় এই মন্দির।

5) কাশিপুর আদি চিত্তেশ্বরী দুর্গা –

  • চিত্রেশ্বর রায় ছিলেন একজন ডাকাত।
  • ডাকাতি করতে যাওয়ার আগে তিনি ষোড়শোপচারে দেবীর পুজো করতেন।
  • কথিত রয়েছে প্রায় ৫০০ বছর আগে এই দেবী প্রতিষ্ঠিত হয়েছিল।
  • দেবীর নামে এই জায়গাটির নাম হয়ে উঠেছে চিতপুর।
  • এই দেবী নিমকাঠ দিয়ে তৈরি।
  • জমিদার গোবিন্দরাম মিত্র মন্দিরটি পুনঃনির্মান করেছিলেন।

সম্পর্কিত পোস্ট