সেজে উঠেছেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, কোভিড বিধি মেনেই পুজো দিচ্ছেন ভক্তরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশ জুড়ে বাড়ছে করোনার  (Coronavirus) গ্রাউ উর্দ্ধমুখী। তার মাঝেই কালীপুজো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কড়া কোভিডবিধি মেনে পুজো হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে (Dakshineswar Temple) ।

দেবী সেজেছেন সাবেকী গয়নায়।  সাবেকী ধাঁচে বেনারসি পরানো হয়েছে মাকে। ভোর পাঁচটার দিকে খোলা হয়েছে মন্দির।  মাঝে দুপুর ১২ টায় বন্ধ হবে মন্দির। ফের দুপুর ৩টেয় নাগাদ মন্দির খুলবে।  তারপর থেকে সারা রাত খোলা থাকবে। গত বছরের ন্যায় এবছরও দূরত্ব বিধি (Physical Distance) মেনেই পুজো করা হচ্ছে দক্ষিণেশ্বরে। এছাড়াও,মন্দির চত্বরে কঠোর ভাবে পালন করা হচ্ছে করোনাকালীন প্রয়োজনীয় সমস্ত বিধিনিষেধ।

উল্লেখ্য, প্রতি বছর এই দিনে লক্ষ লক্ষ দর্শনার্থীরা ভিড় জমান মন্দির চত্বরে।এবার শারীরিক দূরত্ব বজায় রেখেই সমস্ত দর্শনার্থীদের যাতায়াত করতে দেখা যাচ্ছে । জানা গিয়েছে সকল দর্শনার্থীদের পূজার অনুষ্ঠান দেখানো হবে মন্দির চত্বরে একটি বড় জায়েন্ট স্ক্রিনের (Giant Screen) মাধ্যমে । মন্দিরের চাতালে একসঙ্গে ২০০ জনকে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।  একসঙ্গে ১০ জনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

বারাসাতের ঐতিহ্যবাহী কালীপুজো, করোনাকালে আড়ম্বর কমলেও অটুট জৌলুস

মূলত করোনাকে রুখতেই সমস্ত অনুষ্ঠান কড়া নিয়মের মধ্যেই পালন করা হচ্ছে। এমনকি সকাল-সকাল গঙ্গা স্নান সেরে যারা মন্দিরে পুজো দিতে ঢুকেছেন, তাদের পূজা সম্পন্ন হওয়া মাত্র মন্দির চত্বর ছেড়ে দেওয়ার আবেদন জানানো হচ্ছে মন্দির কর্তৃপক্ষের (Committee) তরফে।

মন্দিরে প্রবেশের আগে ভক্তদের তাপমাত্রা পরীক্ষা করে দেখে নেওয়াও হয়েছে।  স্যানিটাইজার টানেল পেরিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হচ্ছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবার প্রসাদ দেওয়া হবে না। পুজো দেওয়া হয়ে গেলেই ছেড়ে দিতে হবে মন্দির চত্বর।

সম্পর্কিত পোস্ট