কালীতীর্থগুলিতে চলছে করোনাবিধি মেনেই পুজো

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কঠোরভাবে করোনা বিধি মেনেই পুজো চলছে বিভিন্ন মন্দিরে। দক্ষিণেশ্বরে সকাল থেকেই শুরু হয়েছে পুজো। শারীরিক দূরত্ববিধি মেনে, থার্মাল টেস্টের পর স্যানিটাইজার গেটের মধ্যে দিয়ে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে ভক্তদের।

ফুল, ধূপ নিয়ে কেউই যেতে পারছেন না। মন্দিরের পুরোহিতরা পরেছেন পিপিই। এবছর ভরতারিণীর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। মাকে দর্শন করতে হচ্ছে দূর থেকেই। সকালে ছিল লম্বা লাইন। বেলা বাড়তে বেড়েছে ভিড়ও।

এদিন তারাপীঠেও ভক্তের ঢল। তবে সেখানেও ভিড় নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে মন্দির কর্তৃপক্ষ। স্যানিটাইজ করার পরই মালা পরানো হচ্ছে তারা মায়ের গলায়। পুরোহিতরাও পুজো করছেন মাস্ক মুখে দিয়েই।

তারামাকে ভোগের জন্যরাঁধা হয়েছে পঞ্চব্যঞ্জন রান্না করা হচ্ছে। কালীঘাট, কঙ্কালিতলা, ঠনঠনিয়াতেও রয়েছে কড়া বিধিনিষেধ। মন্দিরে প্রবেশধিকার নেই কারও।

প্রতিবছরের মতো এবারেও শনিবার মা লক্ষ্মী রূপে দক্ষিণা কালীর পুজো হল কালীঘাটে। এদিন প্রথা মেনে প্রথমে অলক্ষ্মী পুজো করা হয়। পাটকাঠি জ্বালিয়ে মন্দির প্রদক্ষিণ করেন সেবায়েতরা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/kalipujo-in-barasat-about-covid-situation-2020/

তারপর শুরু হল লক্ষ্মী পুজো। কালী পুজোর দিন লক্ষ্মী রূপে দক্ষিণা কালীর পুজো করাই কালীঘাট মন্দিরের রীতি। তাই রাতে নয়, বছরের পর বছর ধরে সন্ধ্যায় হয় দেবীর পুজো।

তবে অন্যান্যবারের থেকে এবারের পুজো সম্পূর্ন আলাদা। এতদিন বারবার শব্দবাজি তে নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও কোনোভাবেই তা রোখা সম্ভব হয়নি। তবে এবার কার্যত সেই বিরল কাজটাই করে দেখাল শহর কলকাতা। সন্ধ্যা থেকেই শহর কলকাতার অলিগলিতে কড়া নজরদারি ছিল পুলিশের। কোনওরকম অনিয়ম চোখে পড়লে ধরপাকড়ও চলছিল ।

সম্পর্কিত পোস্ট