Kalna Municipality:ধুন্ধুমার নাটকের পর অবশেষে বোর্ড গঠন হতে চলেছে কালনায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শেষ পর্যন্ত বোর্ড গঠন হতে চলেছে কালনা পুরসভায়। এর আগের বার বোর্ড গঠন ঘিরে কালনায় রোমহর্ষক নাটক দেখেছিল রাজ্যবাসী। তবে শেষ পর্যন্ত দলের পুরোনো সিদ্ধান্ত মেনেই আগামী ২৯ মার্চ পুরপ্রধান হিসেবে আনন্দ দত্ত ও উপপুরপ্রধান পদে তপন পোড়েল শপথ নেবেন।

Newtown herbal garden: নিউটাউনে ভেষজ উদ্যান পঞ্চবটি বনের উদ্বোধন

আগেরবারের অশান্তির জন্য তৃণমূল তপন পোড়েলকে দল থেকে বহিস্কার করেছিল। তবে কালনার সব কাউন্সিলরের সঙ্গে অরূপ বিশ্বাসের বৈঠকের পর বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

রবিবার ১১. ৩০ মিনিট নাগাদ বর্ধমানের কালিবাজারে জেলার দলীয় কার্যালয়ে তপন পোড়েল,আনন্দ দত্তকে নিয়ে মিটিং করার পরই এই সিদ্ধান্তের কথা জানান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিনের বৈঠকে মন্ত্রী স্বপন দেবনাথও উপস্থিত ছিলেন।

গত ১৬ ই মার্চ কালনার পুরশ্রী হলে কালনার পুরবোর্ড গঠন নিয়ে ধুন্ধুমার শুরু হয়। দল আনন্দ দত্তকে পুরপ্রধান ও তপন পোড়েলকে উপ পুরপ্রধান ঠিক করলেও সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর তা মানতে চাননি শেষ পর্যন্ত ভোটাভুটি হয় তাতে আনন্দ দত্তকে ৪-১২ ব্যবধানে হারিয়ে পুরপ্রধান পদে জিতে যান তপন পোড়েল। এরপরই শুরু হয় বিতর্ক। ধুন্ধুমার বেধে যায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে।

দোতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যারও চেষ্টা করেন এক কাউন্সিলর। কিন্তু পুরপ্রধান পদে শপথ নিতে পারেনি তপন পোড়েল। পুরবোর্ড গঠন হলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে এই মর্মে জেলা পুলিশ সুপারের রিপোর্ট পাঠান জেলাশাসককে। এই রিপোর্ট পাওয়ার পরই কালনার বোর্ড গঠন প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেন জেলাশাসক।

এদিকে দলীয় নির্দেশ না মানায় তৃণমূল বহিষ্কার করে তপন পোড়েলকে। এরপরই কলকাতার নেতাজী ইন্ডোরে কালনার ১৭ জন দলীয় কাউন্সিলরকে ডেকে পাঠিয়ে বৈঠক করেন মন্ত্রী অরুপ বিশ্বাস। সেদিনই কাউন্সিলররা মুচলেকা দিয়ে ক্ষমা চান। ওই বৈঠকে হাজির ছিলেন বহিষ্কৃত তপন পোড়েল‌ও।

তবে এদিনের পর কালনা পুরসভার নিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব সামাল দেওয়া গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট