যাত্রী সুবিধার্থে কল্যাণী পৌরসভার উদ্যোগে চালু কল্যাণী-ধর্মতলা সরকারি বাস পরিষেবা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতামুখী অফিস যাত্রীদের কথা মাথায় রেখে নদিয়ার কল্যাণী পৌরসভার উদ্যোগে এবং রাজ্য পরিবহন দপ্তরের সহায়তায় শুরু হল কল্যাণী ধর্মতলা সরকারি বাস পরিষেবা।
গত সোমবার থেকেই খুলে গিয়েছে সরকারি অফিস ও বেসরকারি অফিস। কিন্তু ট্রেন ও অন্যান্য গণ পরিবহন ব্যবস্থা শুরু না হওয়ায় কল্যাণী থেকে কলকাতা যেতে সমস্যায় পড়ছিলেন মানুষ।
আর মানুষের সেই অসুবিধার কথা মাথায় রেখেই বৃহস্পতিবার থেকে শুরু হলো এই সরকারি বাস পরিষেবা। আপাতত সপ্তাহে পাঁচ দিন চলবে এই বাস। পরে বাসের সংখ্যা বাড়ানো হবে। এই বাস পরিষেবা শুরু হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি কল্যাণীবাসী।
অন্যদিকে বুধবার সরকারি অফিসে শিফটিং ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তিনি জানিয়েছেন, এখন থেকে দুটি শিফটে হবে সরকারি অফিসের কাজ। একইসঙ্গে বেসরকারি অফিসে ওয়ার্ক ফ্রম হোমেরও পরমর্শ দিয়েছেন তিনি।
আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের হদিস, উদ্ধার ২৩৯ কেজি গাঁজা, গ্রেফতার ৪
উল্লেখ্য,রাজ্য সরকারি অফিস খুলে গিয়েছে ৮ জুন থেকে। কিন্তু এখনও পর্যাপ্ত বাস চলাচল করছে না শহরে। মেট্রো ও ট্রেনও বন্ধ। এর ফলে বাসে শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতি থেকে সরকারি কর্মীদের রক্ষা করতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দু’টি শিফটে অফিস হবে। এর ফলে একই সঙ্গে অনেক মানুষের অফিসে যাওয়ার চাপ তৈরি হবে না। সকাল সাড়ে নটায় অফিস শুরু হবে প্রথম শিফট। চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। দ্বিতীয় শিফট শুরু সাড়ে বারোটায়। চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
পাশাপাশি কলকাতা পুরসভার কর্মীদের জন্য বিশেষ বাস চালু করছে পুরসভা কর্তৃপক্ষ।সকাল আটটা থেকে সাড়ে নটার মধ্যে শহরতলীর আটটি লোকেশান থেকে 11 টি বাস ছাড়বে।
ডায়মন্ড হারবার , বারুইপুর জোকা , গার্ডেনরিচ, বারাসাত, বারাকপুর , কল্যাণী ও ব্যান্ডেল। এই আটটি জায়গা থেকে বাস ছাড়বে। ধর্মতলায় কলকাতা পুরসভার প্রধান অফিসে কাজে নিয়ে আসার জন্য কর্মীদের জন্য এই বাস। বিকেল পাঁচটায় আবার ধর্মতলা থেকে এই আটটি লোকেশনে ফিরে যাবে কর্মীদের নিয়ে বাস গুলি।