কঙ্গনা প্রসঙ্গঃ স়ঞ্জয় রাউতকে হুমকি, টালিগঞ্জ থেকে গ্রেফতার ১

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কঙ্গনা রানাওয়াত বনাম শিবসেনার লড়াইয়ের আঁচ এসে পড়ল কলকাতাতেও।সেই সঙ্গে আবারও প্রকাশ্যে এল মহারাষ্ট্রের সরকারকে উস্কানোর জন্য কঙ্গনা রানাওয়াতের পেছনে বিজেপির প্রত্যক্ষ মদতে আরও এক প্রমাণ।

বান্দ্রার পালি হিলসে কঙ্গনা রানাওয়াতের প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের অফিসের বেআইনি নির্মাণ ভেঙে ফেলার পর থেকেই শিবসেনার রাজ্যসভার সাংসদ তথা শিবসেনার সর্বভারতীয় মুখপাত্র সঞ্জয় রাউত দেশের বিভিন্ন এলাকা থেকে কঙ্গনা রানাওয়াতের সমর্থনে হুমকি ফোন করা হচ্ছিল বলে আগেই মহারাষ্ট্র পুলিশের অভিযোগ জানিয়ে ছিলেন।

গত পরশুদিন হিমাচল প্রদেশের মানালি থেকেও এক ব্যক্তি সঞ্জয় রাউতকে ফোনে খুন করার হুমকি দেয়। কঙ্গনার বাড়ি কেন ভাঙা হল সেই অপরাধে। এবারে খাস কলকাতাতে আরও এক জনের।

রীতিমতো ভিওআইপি অথবা ইন্টারনেট টেলিফোন ব্যবহার করে নিজের পরিচয় গোপন রেখে শুধুমাত্র নিজেকে কঙ্গনা ভক্ত বলে দাবি করেন সঞ্জয় রাউতকে প্রাণে মারার হুমকি দিয়েছিল টালিগঞ্জের বাসিন্দা পলাশ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/is-the-local-train-running-before-pujo-on-the-way-to-metro/

মহারাষ্ট্র সাইবার সেলের গোয়েন্দারা পলাশের খোঁজ পাওয়ার পরেই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে গতকাল রাতেই কলকাতায় এসে গ্রেপ্তার করেন সম্প্রতি বিজেপি সমর্থক পলাশকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেফতারের সময়েও কঙ্গনা এবং নরেন্দ্র মোদীর নামে স্লোগান দেয় পেশায় পার্টটাইম জিম ট্রেনার পলাশ।

ইতিমধ্যেই আলিপুর কোটে মুম্বই পুলিশ পলাশকে নিজেদের রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

যদিও কঙ্গনার টিমের তরফে দাবি করা হয়েছে, তারা বিষয়টির কিছুই জানেনা। তবে পলাশের হুমকি দেওয়ার ঘটনা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে সংগঠিত কোন চক্র রয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে চাইছে মুম্বই পুলিশের গোয়েন্দারা।

সম্পর্কিত পোস্ট