স্রোতের উল্টোপথে গমন, কংগ্রেসে কানহাইয়া জিগনেশ

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: কংগ্রেস থেকে দলবদল অন্য দলে যাচ্ছেন একের পর এক নেতারা৷ এমনই সময় স্রোতের উল্টো দিকে বইতে শুরু করেছেন জেএনইউ ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি সিপিআই নেতা কানহাইয়া কুমার এবং গুজরাতের বিধায়ক এবং রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের নেতা জিগনেশ মেওয়ানি। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার দুপুর ৩ টে নাগাদ দেশের সবচেয়ে পুরাতন দলে যোগদান করতে চলেছেন দুই তরুণ আইকন৷

প্রথমে শোনা গিয়েছিল গান্ধী জয়ন্তিতে রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগদান করবেন দুই নেতা। পরে ঠিক শহীদ ভগত সিংয়ের জন্ম তিথিতে কংগ্রেসে যোগদান করবেন দুই নেতা।

আগামী বছরেই উত্তরপ্রদেশের নির্বাচন। ঠিক তার আগে কানহাইয়াকে দলে এনে বিহার লাগোয়া সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রচারে জোর দিতে চাইছে কংগ্রেস। শোনা যাচ্ছে বালিয়া, গোরক্ষপুর সহ একাধিক এলাকায় প্রচারের দায়িত্ব পেতে পারেন তিনি। সূত্রের খবর, কংগ্রেসে যোগদানের আগে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে কানহাইয়া একাধিক বৈঠক সেরে ফেলেছেন।

অন্যদিকে, গুজরাত কংগ্রেসের গুরুদায়িত্ব পেতে চলেছেন জিগনেশ। আগামী দিনে গুজরাতে দলিত ভোটের দিকে তাকিয়ে জিগনেশ মেওয়ানি কংগ্রেসের বড় অস্ত্র হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

সম্পর্কিত পোস্ট