দুস্থ মহিলাদের জন্য নিজে হাতে প্রকৃতি বান্ধব ন্যাপকিন বানান কান্নামা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মাদুরাইয়ের ৪২ বছর বয়সের টি কান্নামা জীবাণুমুক্ত সুতির স্যানিটারি ন্যাপকিনের ব্যবসা শুরু করেছেন। দুস্থ মহিলাদের ক্রেতা টার্গেট করে এই ব্যবসা শুরু করেছেন তিনি। নিজের বাড়িতে বসেই তিনি জীবাণুমুক্ত স্বাস্থ্যসম্মত সুতির স্যানিটারি ন্যাপকিন তৈরি করছেন।

সংবাদসংস্থা এএনআইকে কান্নামা জানান, একটানা কাজ করলে একটি প্যাড করতে তাঁর চার থেকে ছ’ঘণ্টা সময় লাগে। উল্লেখযোগ্য যে, ন্যাপকিন তৈরি করতে তিনি নিম, অ্যালোভেরা এবং ত্রিফলা গুড়োর মতো উপাদান ব্যবহার করেন।

এইসব উপাদানে্ জীবাণুনাশক শক্তি থাকার কারণে সহজেই দুর্গন্ধ শুষে নেয়। তিনি বলেন, ‘আমি এমন স্যানিটারি ন্যাপকিন প্রস্তুত করি যা স্বাস্থ্যজনিত সমস্যার কারণ হবে না’। ১০০ শতাংশ সুতির তৈরি এই ন্যাপকিনে কোনও কেমিক্যাল ব্যবহার করা হয় না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ গোবর সংস্কৃতি নিয়ে উঠছে প্রশ্ন, অপেক্ষা উত্তরের

কান্নামা আরও বলেন, একজন মহিলার কাছে খাবার ও জলের মতোই প্রকৃতি বান্ধব স্যানিটারি ন্যাপকিনও অতি গুরুত্বপূর্ণ। ওষুধ নিয়ে বরাবরই আমার আগ্রহ রয়েছে। সেই আগ্রহের কারণেই ঋতুকালীন স্বাস্থ্যবিধি নিয়ে কিছু কাজ করার চিন্তাভাবনা করি। এরপর শুরু করি ঋতুকালীন স্বাস্থ্যবিধি নিয়ে স্কুলে স্কুলে গিয়ে  ছাত্রীদের সচেতন করার কাজ।

ঋতুকালীন সময়ে স্কুল ছাত্রীরা মারাত্মক সমস্যায় পড়ে। অনেকেরই প্যাড জোটে না। ফলে ওই সময় তাদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায়। এদের দিকে লক্ষ্য রেখে ঘরে বসেই স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন তৈরি করছেন কান্নামা।

আর সেই ন্যাপকিন কম দামে কিনে ব্যবহার করছেন দুস্থ ঘরের মহিলারা।

সম্পর্কিত পোস্ট