#KanpurEncounter: মধ্যপ্রদেশের উজ্জয়নী থেকে গ্রেফতার বিকাশ দুবে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় এক সপ্তাহ ধরে তাকে হন্যে হয়ে খুঁজে চলেছিল পুলিশ। ক্রমশ বেড়ে চলেছিল তার মাথার দাম। অবশেষে মধ্যপ্রদেশের উজ্জয়নী থেকে পুলিশ খুনে অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করল পুলিশ।

গত সপ্তাহে উত্তরপ্রদেশের কানপুর থেকে অদুরে বিকারু গ্রামে গভীর রাতে অপারেশন চালিয়ে বিকাশকে গ্রেফতার করতে উদ্যোগ নেয় একদল পুলিশ।

কিন্তু গ্রামে ঢোকার মুখেই একটি জেসিবি দিয়ে পুলিশের পথ আটকে দেওয়া হয়। অগত্যা পায়ে হেঁটে রওনা দিতে হয় পুলিশকে। দুষ্কৃতিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৮ জন পুলিশ প্রাণ হারায়। সেদিন থেকেই ফেরার ছিল বিকাশ।

পরে দেশের একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিকাশের সঙ্গিদের গ্রেফতার করে পুলিশ। কিন্তু পুলিশের নাগালের বাইরে চলে যাচ্ছিল বিকাশ।

এদিন একই সময়ে বিকাশের দুই সঙ্গিকে এনকাউন্টার করে পুলিশ। বুধবার বিকাশের ডান হাত আমন দুবেকে এনকাউন্টারে খতম করে পুলিশ।

বৃহস্পতিবার উজ্জয়নীর মহাকাল মন্দিরে সকাল ৮ টায় তাকে প্রথম দেখা যায়। পুজার সামগ্রী কিনতে উপস্থিত হয় বিকাশ। কিন্তু দোকানদার তাকে চিনতে পেরে পুলিশকে খবর দেয়।এরপর মন্দির থেকে বের হওয়ার পরেই মন্দিরের গার্ডরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

প্রথমে নিজের কম বয়সের আইডি দেখিয়ে পার পাওয়ার চেষ্টা করে বিকাশ। কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ গাড়িতে তোলার সময় বিকাশের মুখ দিয়ে বের হতে থাকে “হান মেয় বিকাশ হু কানপুরওয়ালা”।

মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন এটা মধ্যপ্রদেশের পুলিশের জন্য বিরাট সাফল্য। শুরু থেকেই এবিষয়ে মধ্যপ্রদেশ পুলিশ এলার্ট ছিল। উত্তরপ্রদেশ পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বিকাশের মাথার ওপর ৬০ মামলা ঝুলে ছিল। তার মধ্যে বেশীরভাগ ছিল খুন, খুনের চেষ্টা, অপহরণের মত ঘটনা। ২০০১ সালে থানার ভিতর ঢুকে উত্তরপ্রদেশের এক মন্ত্রীকে গুলি করে বিকাশ।

শুক্রবার বিকারুতে ৮ পুলিশ অফিসারকে হত্যার পর বিকাশের দাম ৫ লক্ষ টাকা বেড়ে দাঁড়ায়। সেইসঙ্গে পুলিশের তালিকায় নাম জড়ায় বিকাশের আরও ১৫ জন সঙ্গীর।

ইতিমধ্যেই বিকাশ গ্যাংকে ওই দিনের খবর দেওয়ার অভিযোগে দুবে গ্রামের স্টেশন ইনচার্জকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ প্রত্যেকদিন বিকাশকে আইনের হাত থেকে বাঁচিয়ে চলেছে ওই পুলিশ অফিসার।

বুধবার দিল্লির ফরিদাবাদের একটি হোটেলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বিকাশ। সুত্রের খবর, ওই দিন বিকাশ হোটেলে লুকিয়ে থাকার চেষ্টা করে। কিন্তু আইডি দেখে তাকে হোটেলের রুম দিতে রাজি হয়নি হোটেল কর্তৃপক্ষ।

খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। বিকাশ গ্যাং এর অন্যতম সদস্য প্রভাত পালানোর চেষ্টা করলে তাকে এনকাউন্টারে খতম করে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়, বুধবার পুলিশ জিপ খারাপ হয়ে গেলে সেটা সারানোর চেষ্টা করে পুলিশ। সেই সময়ই বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাত। কিন্তু রেহাই পায়নি।

পুলিশের গুলি প্রভাতের পায়ে এসে আঘাত করে। হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে। তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক৷

সম্পর্কিত পোস্ট