ক্রমশ জোরালো হচ্ছে জল্পনা, গোটা ঘটনায় বিজেপি আঁতাতের সম্ভাবনার দাবি কপিল সিব্বলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোনিয়া গান্ধীর ইস্তফা চিঠি শোনার পরেই ফের সোনিয়া গান্ধীকে কংগ্রেস সভাপতি পদের জন্য আর্জি জানান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সোনিয়ার পর সভাপতি পদে রাহুলকে আনার জন্য আর্জি জানান বর্ষীয়ান নেতা একে এন্টনি।
২৩ জন কংগ্রেস নেতার তরফে যে চিঠি পাঠানো হয়েছে তা দুর্ভাগ্যজনক বলে দাবী করেন মনমোহন সিং । চিঠির থেকেও চিঠিতে যে সমস্ত কথা উল্লেখ করা হয়েছে, তা আরও দুর্ভাগ্যজনক বলে দাবী করেছে কংগ্রেস নেতা একে এন্টনি।
যদিও দল নেতৃত্বের ক্ষেত্রে সোনিয়া এবং রাহুল গান্ধীর সম্মিলিত ভূমিকা থাকবে তা স্পষ্ট করা হয়।
রাহুল গান্ধীর দাবী যখন মধ্যপ্রদেশ এবং রাজস্থানের সমস্যার সঙ্গে কংগ্রেসকে কঠিন লড়াই করতে হচ্ছে এবং যখন সোনিয়া গান্ধী অসুস্থ তখন কেন এই চিঠি পাঠানো হল?
গোটা ঘটনার মধ্যে বিজেপির আঁতাত রয়েছে বলে দাবী করেছেন তিনি। যদিও ঘটনার মধ্যে কোনও বিজেপির যোগ নেই। টুইট করে একথা জানালেন কংগ্রেস নেতা কপিল সিবাল।
জেইই এবং এনইইটির পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, কেন্দ্রের কাছে আবেদন মমতার
তিনি আরও বলেন, রাজস্থানে সরকার রক্ষা করতে এগিয়ে গিয়েছি। মণিপুরে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি। ৩০ বছরে বিজেপির কোনও কাজে সমর্থন করিনি। তার পরেও আমাদেরকে একথা শুনতে হল। বিজেপির সঙ্গে কোনও যোগ থাকলে দল থেকে ইস্তফা দেবো। দাবী গুলাম নবী আজাদের।
তিনি বলেন, রাহুল গান্ধীর সঙ্গে ওনার কথা হয়েছে। এরকম কোনও মন্তব্য তিনি করেননি।
পরে গুলাম নবী আজাদ বলেন, রাহুলের মন্তব্যের জন্য না। বরং কংগ্রেসের নিজেদের কিছু বিষয় নিয়ে তিনি এ কথা বলেছেন।
সভাপতি পদে গান্ধী পরিবারের সদস্যকে আনা হোক। এই দাবীতে দিল্লিতে কংগ্রেস হেডকোয়ার্টারের সামনে জমায়েত।হন বেশ কিছু সমর্থক৷