তথ্যপ্রযুক্তি শিল্পকে চাঙা করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু কর্মভূমি পোর্টাল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার প্রভাবে বিশ্বজুড়ে শুরু হয়েছে লকডাউন। তার ধাক্কা পড়েছে দেশের তথ্যপ্রযুক্তি শিল্পেও।

বাংলার বহু যুবক-যুবতী এই লকডাউনের জেরে যেমন কাজ হারিয়েছে ঠিক তেমনি অনেকেই আবার কাজ খুঁজতে গিয়েও তা পাচ্ছেন না। এবার এই সমস্যা সমাধানের জন্যই রাজ্য সরকারের তরফে চালু করা হল ‘কর্মভূমি’ ওয়েব পোর্টাল।

সেখানে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত বা যারা কাজ খুঁজছেন তাঁরা নিজেদের সম্পর্কে যা যা জানাবার তা দিয়ে কাজের অনুসন্ধান করতে পারবেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ট্যুইট করে এই পোর্টাল চালুর কথা জানিয়েছেন।

রাজ্য তথ্যপ্রযুক্তি দফতরের চালু করা এই ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্যপ্রযুক্তি সংস্থার কাজে দক্ষ এমন যুবক-যুবতীরাই কাজের জন্য অনুসন্ধান করতে পারবেন।

তবে ফ্রেশাররা এই পোর্টাল থেকে কতখানি উপকৃত হবে তা এখনই বলা যাচ্ছে না।

রাজ্য তথ্যপ্রযুক্তি দফতর সূত্রে জানা গিয়েছে, এখন লকডাউন পর্বে মূল লক্ষ্য দেওয়া হয়েছে সেই সব কর্মীদের দিকেই যারা কাজ হারিয়েছেন বা কাজ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন।

এরা যাতে আবারও কাজ পান সেটা লক্ষ্য রেখেই এই পোর্টাল চালু হয়েছে। আগামী দিনে ফ্রেশাররাও এই পোর্টাল থেকে উপকৃত হবে।

সম্পর্কিত পোস্ট