পাকিস্তানে জয়ের পর কাশ্মীরি ছাত্রদের মারধর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার মরুপ্রদেশে পাকিস্তানের (Pakistan) জয়ের পরেই কাশ্মীরি ছাত্রদের ওপর চলল হামলা। পাঞ্জাবের সাংরুরের ভাই গুরুদাস ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজে (Gurudas institiution tenchnology college ) হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় একাধিক ছাত্র আহত হয়েছে বলে খবর।
এক কাশ্মীরি (Kashmiri) ছাত্রের বক্তব্য, আমরা সকলেই এখানে ম্যাচ দেখছিলাম। আমরা সকলেই এখানে পড়তে এসেছি। আমরাও ভারতীয়। আমাদের সঙ্গে কী হচ্ছে দেখতে পারেন। আমরা কী ভারতীয় নয়? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) কী বলছেন?
ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। কিন্তু কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে কাশ্মীরি ছাত্রদের রুমের সমস্ত জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়েছে। কিছুজনকে উইকেট নিয়ে এদিক ওদিক যেতে দেখা যাচ্ছে।
গতকাল মরুপ্রদেশে পাকিস্তানের কাছে ১০ উইকেটে পরাজিত হয় ভারত৷ আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই প্রথমবার হার হল ভারতের৷ তার পরেই এই ঘটনা ঘিরে সারা দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে।