আজ কৌশিকী অমাবস্যা, ভক্তশূন্য তারাপীঠে চলছে বিশেষ পুজো
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। পুরাণে কথিত আছে এই বিশেষ দিনে সাধক বামাক্ষ্যাপা লাভ করেছিলেন তপস্যায়।তারাপীঠ শ্মশানের শ্বেত শিমুলতলায় তপস্যায় বসেছিলেন তিনি। এদিন ভক্তকে দেখা দেন মা তারা। তারপর থেকেই এই দিনটি পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা হিসাবে।
করোনা আবহে এবারের কৌশিকী অমাবস্যায় তারাপীঠ ভক্তশূন্য। গত ৬ দিন ধরে বন্ধ রাখা হয়েছে মন্দির চত্বর। মন্দিরে ঢোকার প্রবেশ তারে রয়েছে পুলিশি ব্যারিকেড। মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আজ রাতে তাতে অংশ নেবেন শুধুমাত্র মন্দিরের পূজারীরা।
কৌশিকি আমাবস্য উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় প্রত্যেকবার লক্ষ্য করা গেলেও গত দুবছর ধরে তার ব্যতিক্রম ঘটেছে। এবার অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। একই সঙ্গে ভিডিও কলের মাধ্যমে মাকে দেখার জন্য মন্দির চত্বরে টিভি স্ক্রীন লাগানো হবে বলে জানানো হয়েছে।
সকাল সাতটা বেজে সাত মিনিটে অমাবস্যা লেগেছে। সারাদিন ধরে দিন পুজোপাঠ চলবে। পুরাণে কথিত আছে তারাপীঠ মহাশ্মশানে সাধনা করেই সিদ্ধিলাভ করেছিলেন বামাক্ষ্যাপা। তাই এদিন তারা মায়ের পুজো দিয়ে দ্বারকা নদীতে স্নান করলে পুণ্য লাভ হয়।
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ এই দিন তারা মায়ের টানে ছুটে আসেন তারাপীঠে। তবে করোনাভাইরাস এর দৌড়াতে তাতে ভাটা পড়েছে।