করোনার রাশ টানতে লকডাউন ঘোষণা করল তেলেঙ্গানা সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার রাশ টানতে এবার লকডাউনের পথে হাঁটল তেলেঙ্গানা সরকার। বুধবার থেকে টানা দশ দিন রাজ্যজুড়ে লকডাউনের ঘোষণা মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের৷
বুধবার থেকে ২২ মে অবধি চলবে লকডাউন। মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী কেসি রাও। সকাল ৬ টা থেকে ১০ টা অবধি খোলা থাকবে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান। তখনই সাধারণ মানুষকে সংগ্রহ করতে হবে সবকিছু।
রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ১৪ দিনের লকডাউনের জন্য সরকারের কাছে আবেদন জানান কংগ্রেস পরিষদীয় দলনেতা বাট্টি ভি।
গত সপ্তাহেই যে কোনও ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে তেলেঙ্গানা সরকার। এর পরেও হায়দ্রাবাদে রমজান মাসের শেষ শুক্রবার বিশাল জমায়েতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
করোনা পরিস্থিতিতে লকডাউন নয়। আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী কেসিরাও। কিন্তু করোনার আশঙ্কাজনক পরিস্থিতির জেরে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।”
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যগুলি লকডাউনের কথা ঘোষণা করে। এবার সেই পথে হাঁটল তেলেঙ্গানা।
আগামী ১৪ মে থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে নাগাল্যান্ড সরকার। মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষভাবে ছাড় মিলেছে জরুরী এবং কৃষি বিভাগে।