ক্ষুধা মুক্ত রাজ্য গড়তে মাত্র ২৫ টাকার বিনিময়ে খাদ্য দেবে কেরল সরকার

এই পরিস্থিতিতে ক্ষুধা দূর করতে নয়া এক প্রকল্প ঘোষণা করল কেরল সরকার। গত ৭ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশের পর  ক্ষুধা মুক্ত কেরল প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী থমাস ইশাক।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দারিদ্রের সূচকে ভারতের মান ক্রমশ নামছে। এই পরিস্থিতিতে ক্ষুধা দূর করতে নয়া এক প্রকল্প ঘোষণা করল কেরল সরকার। গত ৭ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশের পর  ক্ষুধা মুক্ত কেরল প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী থমাস ইশাক।

তিনি বলেন, রাজ্য সরকারের দারিদ্র দূরীকরণ ও নারী সশক্তিকরণ (কুদুম্বশ্রী) প্রকল্পে একহাজার হোটেল স্থাপন করা হবে। এই হোটেলে মাত্র ২৫ টাকা মূল্যে খাবার পাওয়া যাবে। স্পন্সরদের সহযোগিতায় এই খাবারে ১০ শতাংশ ছাড়ও দেওয়া হবে। নতুন প্রকল্প অনুসারে চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী ভর্তুকিতে দেবে সিভিল সাপ্লাইজ কর্পোরেশন। এই প্রকল্পের মাধ্যমে শয্যাশায়ী রোগীদের বিনামূল্যে খাবার সরবরাহ করবে রাজ্য সরকার।

বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের মান যখন নেমে যাচ্ছে, ঠিক তখন ক্ষুধা মুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে কেরল সরকারের এই প্রকল্প বিশেষ তাৎপর্যপূর্ণ। এবছর বাজেটে নতুন প্রকল্প ঘোষণা করেছে কেরল। রাজ্যের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ দফতর এই প্রকল্পের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে জানিয়েছেন ইশাক।

আরও পড়ুনঃ এক বছরে অনাহারে তিন লাখের বেশি শিশুমৃত্যু, জনস্বার্থ মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

তিনি আরও জানান, আলাপ্পুঝা জেলার আম্বালাপ্পুঝা এবং চেরথালা তালুকে ক্ষুধা মুক্ত প্রকল্প প্রথম শুরু হবে। এপ্রিলের মধ্যে এই দুই তালুককে ক্ষুধা মুক্ত করাই সরকারের ঘোষিত লক্ষ্য। এভাবেই ২০২০-২১ সালের মধ্যে আরও কয়েকটি এলাকাকে ক্ষুধা মুক্ত প্রকল্পের আওতায় আনা হবে।

কেন্দ্রকে আক্রমণ করে কেরলের অর্থমন্ত্রী বলেন, দক্ষিণের রাজ্যকে অর্থ বরাদ্দ না করে মেরে ফেলছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, কর্পোরেট বান্ধব নীতি এবং বেসরকারিকরণের পথে হেটে নিজেকেই ধ্বংস করছে কেন্দ্র। জিএসটির প্রয়োগে রাজ্যের কোনও লাভ হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ এবার এজিএমইউটির আওতায় নিয়োজিত হবেন জম্মু-কাশ্মীরের আইপিএস, আইএফএস এবং আইএএস অফিসাররা

 জানা গিয়েছে, ২০২০-২১ সালের বাজেটে মহিলাদের কল্যাণে ৩৮০৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেরল সরকার। কুদুম্বশ্রী প্রকল্পে মহিলা আবাস ও মহিলা শৌচাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

সম্পর্কিত পোস্ট