Khidderpore Flyover : টানা ৫ দিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি সপ্তাহ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার । এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। মূলত স্বাথ্যপরীক্ষার জন্যই ফ্লাইওভার ( Khidderpore Flyover )বন্ধ রাখা হবে। যার ফলে আরও একবার সমস্যার সম্মুখীন হতে হবে পথ চলতি সাধারণ মানুষদের। এই ৫ দিন এই ফ্লাইওভার ব্যবহারকারীদের ঘুর পথে গন্তব্যে পৌঁছতে হবে।

Khidderpore Flyover

কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির জারি করে জানানো হয়েছে যে, আগামী ২৮ তারিখ রাত ১০টায় খিদিরপুর ফ্লাইওভার ( Khidderpore Flyover বন্ধ করে দেওয়া হবে। পয়লা ফেব্রুয়ারি ভোর ৫টায় ফের এই ফ্লাইওবার খুলে দেওয়া হবে। যার ফলে এই উড়ালপুল ব্যবহারকারী গাড়িগুলিকে খিদিরপুর ওল্ড স্টিল ব্রিজ, সিজিআর রোড এবং খিদিরপুর ক্রসিং দিয়ে ঘুরে যেতে হবে।

Westbengal Budget : ফেব্রুয়ারীতেই রাজ্য বাজেট

আগামী ২৮ তারিখ রাত থেকেই শুরু হচ্ছে খিদিরপুর ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার কাজ। মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর থেকেই শহরের উড়ালপুলগুলি নিয়মকরে স্বাথ্যপরীক্ষা করা হয়ে থাকে।

সম্পর্কিত পোস্ট