চিনা মাঞ্জার বিপদ রুখতে মা উড়ালপুলে কাইট ফেন্স

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চিনা মাঞ্জার বিপদ থেকে বাইক চালক ও আরোহীদের রক্ষা করতে মা উড়ালপুলের আরও কিছু অংশে কাইট ফেন্স লাগানো হবে। বর্তমানে পার্ক সার্কাস লাগোয়া এলাকায় প্রায় এক কিলোমিটার অংশে এই ব্যবস্থা রয়েছে।

ফ্লাইওভারের আরও কিছু অংশেও একই রকম বেড়া দেওয়াবে বলে কেএমডিএ সূত্রে জানা গিয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা সম্প্রতি পুলিসের সঙ্গে আলোচনা করে ফ্লাইওভারের আর কোন কোন জায়গায় এই ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন আছে, তা চিহ্নিত করে দ্রুত কাজ বেড়া দেওয়ার কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন বলে কেএমডিএ সূত্রে জানা গিয়েছে।

কারণ প্রতিরোধক ব্যবস্থা নেই, এমন অংশে এখনও ঘুড়ির মাঞ্জা থেকে দুর্ঘটনা ঘটছে।
প্রসঙ্গত, এই ফ্লাইওভারের ঘুড়ির চীনা মাঞ্জা গলায় লেগে বাইক আরোহীর আহত হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

চিনা মাঞ্জার বিপদ আটকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের পক্ষ থেকে গত বছর ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কেএমডিএকে বলা হয়।

Uttar Pradesh Election 2022: মোদীর কৌশল ব্যর্থ ! উত্তরপ্রদেশে নয়া চাল যোগীর

চিনা মাঞ্জার বিপদ রুখতে মা উড়ালপুলে কাইট ফেন্স

কীভাবে এই ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়ে কেএমডিএ-র প্রযুক্তিবিদরা চিন্তাভাবনা শুরু করেন।

প্রথমে ভাবা হয়েছিল, ফ্লাইওভারে পলি কার্বোনেটের শিট লাগিয়ে ঘুড়ির মাঞ্জা আটকানো হবে। কিন্তু জোরে হাওয়া দিলে এটি নষ্ট হয়ে যেতে পারে, এমন আশঙ্কা থাকায় তা বাতিল করা হয়।

তখন অ্যালুমিনিয়ামের সরু রড লাগিয়ে চিনা মাঞ্জার বিপদ আটকানোর ব্যবস্থা করা হয়। ফ্লাইওভারের রাস্তার স্তর থেকে ৪-৫ মিটার উচ্চতা পর্যন্ত ৬টি করে অ্যালমিনিয়াম রড এমনভাবে লাগানো হয়েছে, যাতে ঘুড়ির মাঞ্জা রাস্তার উপর চলে আসতে না পারে।

ফ্লাইওভারের এক কিলোমিটার অংশে এই কাজ করতে প্রায় ৪৩ লক্ষ টাকা খরচ হয়েছে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট