KMC Election 2021: পুরভোটে আমজনতার অভিযোগ শোনার জন্য এবারই প্রথম ইলেকশন গ্রিভেন্স সিস্টেম চালু করল কমিশন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কাজ শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর পোর্টাল। কলকাতা পুরভোটে আমজনতার অভিযোগ শোনার জন্য কমিশন এবারই প্রথম ইলেকশন গ্রিভেন্স সিস্টেম চালু করেছে।
গত পঁচিশে নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনার শ্রী সৌরভ দাস তা চালু করেছিলেন। এই ব্যবস্থার মাধ্যমে অভিযোগ এর নিষ্পত্তি হল কিনা তাও অভিযোগকারী জানতে পারবেন। এ পর্যন্ত এই ব্যবস্থায় অভিযোগ জমা পড়েছে দুটি।
পর্যাপ্ত জায়গার অভাব, কলকাতা পুরভোটে বোরোভিত্তিক ভোট গণনার সিদ্ধান্ত কমিশনের
তবে এই গ্রিইভান্স সেলের পাশাপাশি কলকাতা পুরভোটের দায়িত্বে থাকা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও রিটার্নিং অফিসারদের কাছেও কিছু অভিযোগ এসেছে বলে জানা গেছে। কিন্তু ভোটের প্রচার ঘিরে রাজনৈতিক দলগুলি অবশ্য কমিশনের কাছে কেন্দ্রীয়ভাবে কোন অভিযোগ করেনি বলে সূত্রে জানা গেছে।