KMC Election 2021: এগিয়ে আসছে নির্বাচন, তুঙ্গে প্রশাসনিক তৎপরতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভার ভোট যত এগিয়ে আসছে প্রস্তুতিতে প্রশাসনিক তৎপরতাও বাড়ছে জোর কদমে। ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্বও শুরু হয়েছে। ইতিমধ্যেই দু দফায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের। আরও কয়েকদফা প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

এবার কোনও মহিলা কর্মীকে নিয়োগ না করেই কলকাতার পুরভোট পরিচালনার পরিকল্পনা করেছে রাজ্য নির্বাচন কমিশন। একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে ভোট হচ্ছে শুধুমাত্র একটি পুরসভায়। তাই পুরুষ কর্মীদের দিয়েই ভোট প্রক্রিয়া সম্ভব বলে কমিশনের ধারণা। সেকারণেই শুধুমাত্র পুরুষ ভোট কর্মীদের নিয়ে ভোট করার এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে জানা গেছে।

এবার গ্রামাঞ্চলেও অনলাইনেই ট্রেড লাইসেন্স আবেদনের সুবিধা

এবার কলকাতার পুরভোট পরিচালনার জন্য ২৭ হাজারের বেশি ভোট কর্মী নিয়োগ করা হচ্ছে।নিয়ম অনুযায়ী ভোট পরিচালনার কাজে যে সংখ্যক কর্মী দরকার তার থেকে বাড়তি ৩০ শতাংশ কর্মী ধরে এই সংখ্যা স্থির করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ভোট কর্মী হিসাবে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র কলকাতা নয়, বাইরের জেলা থেকেও থাকবেন ভোটকর্মীরা।

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনে মোট ৯৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন। শাসক দল তৃণমূল কংগ্রেস ১৪৪টি আসনে প্রার্থী দিলেও বিজেপির প্রার্থী রয়েছে ১৪২টি আসনে। সিপিএম ৯৬, সিপিআই ১৩, ফরওয়ার্ড ব্লক ১১, আরএসপি ৯ ও কংগ্রেস ১২১ আসনে প্রার্থী দিয়েছে।

শাসক দলের দাবি কলকাতা পুরসভার ভোটে তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয় নিশ্চিত জেনে কার্যত ছত্রভঙ্গ অবস্থা বিরোধী শিবিরের। কোমর বেঁধে লড়াই দূরে থাক যুদ্ধ শুরু হওয়ার আগেই ওয়াক-ওভার দিতে ব্যস্ত বিরোধী শিবির। মুখ বাঁচাতে নানা রকমের অজুহাত তুললেও বিরোধী শিবিরের ছন্নছাড়া অবস্থা কিছুতেই চাপা দেওয়া যাচ্ছে না।

শনিবার ছিল কলকাতা পুর নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখার পরে দেখা যাচ্ছে ১৪৪ আসনের মধ্যে দুটিতে প্রার্থীই দিতে পারেনি প্রধান বিরোধী দল বিজেপি। যদিও বিজেপির দাবি তৃণমূলের লাগাতার হুমকির জেরে দু’টি ওয়ার্ডে তাঁদের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।

সম্পর্কিত পোস্ট