KMC Election 2021: আগামী পাঁচ বছরের মেয়র ফিরহাদ, চেয়ারম্যান মালা রায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মহারাষ্ট্র নিবাস থেকে কলকাতার নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী পাঁচ বছরের জন্য কলকাতার চেয়ারম্যান পদে বসলেন মালা রায়। কলকাতা পুরসভার দলনেতা হিসাবে ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করা হয়েছে। ডেপুটি মেয়র অতীন ঘোষ। এছাড়াও মেয়র ইন কাউন্সিল হিসাবে ১৩ জনের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যয়।

সেখানে নাম রয়েছে দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, বাবু বক্সী, আমিরুদ্দিন ববি, সন্দীপন সাহা, জীবন সাহা, রাম পিয়ারী রাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, স্বপন সমাদ্দারের।

পিছু ছাড়ছেন না করোনা , জানুয়ারীতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাসে ‘না’

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর প্রোটেম চেয়ারম্যান নির্বাচন হবে। কলকাতা পুরসভার প্রোটেম স্পিকার হচ্ছেন রাম পেয়ারে রাম। যিনি ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগের বোর্ডে মেয়র পারিষদও ছিলেন।

এরপর তিনি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করাবেন। ২৪ এবং ২৬ ডিসেম্বর দুদফায় নতুন কাউন্সিলররা শপথ বাক্য পাঠ করবেন। মাঝে বড়দিন উপলক্ষ্যে রাজ্যে ছুটি থাকবে।

নবনির্বাচিত জন প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে শুক্রবারই। কলকাতা পুরভবনে শপথ নেবেন পুরসভার নতুন কাউন্সিলররা। ২৮ ডিসেম্বর শপথগ্রহণ করবেন কলকাতা পুরসভার মেয়র ও চেয়ারপার্সন।

রাম পেয়ারে রামই পুরসভার চেয়ারপার্সন মালা রায়কে শপথবাক্য পাঠ করাবেন আগামী মঙ্গলবার। এরপর চেয়ারপার্সন মেয়র ও মেয়র পারিষদদের শপথ বাক্য পাঠ করাবেন। অন্যদিকে শুক্রবার কলকাতা পুরসভার বাকি সমস্ত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন পুর ও নগর উন্নয়ন দফতরের প্রধান সচিব খলিল আহমেদ।

সম্পর্কিত পোস্ট