KMC Election2021: কোভিড আক্রান্ত নাগরিকরদের ভোটদানের বিশেষ ব্যবস্থা কমিশনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড আবহেই কলকাতা পুরসভার ভোটের আয়োজন। সেজন্য প্রয়োজনীয় সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে।কলকাতার কোভিড আক্রান্ত নাগরিকরাও যাতে পুরনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তারও ব্যবস্থা রাখা হচ্ছে কমিশনের তরফে।

কমিশন সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতায় মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৩ জন। তাঁদের মধ্যে বেশ কিছু রোগী ভোট দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তাঁদের জন্যও ভোটদানের ব্যবস্থা রাখা হচ্ছে রবিবার।

জানা গেছে, এই কোভিড পজিটিভ ১৬৩ জনের মধ্যে এখনও পর্যন্ত মোট ৯৬ জন পুরসভা নির্বাচনে আগামীকাল ভোট দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। শতাংশের হিসেবে সংখ্যাটা প্রায় ৬০%। ভোট দেওয়া যে কোনও নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তাই তাঁরা কেউ সেই অধিকার থেকে বঞ্চিত হবেন না। সকলেই ভোট দিতে পারবেন, সেই ব্যবস্থা করেছে কমিশন।

KMC Election2021: শেষ পুরভোটের প্রচার, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নজিরবিহীন নিরাপত্তা বলয়

কোভিড রোগীদের ভোট দেওয়ার জন্য শেষের এক ঘণ্টা সময় রাখা হয়েছে। ওই এক ঘণ্টায় বুথে গিয়েই ভোট দিতে পারবেন তাঁরা। সংক্রমণের কথা মাথায় রেখে এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত কোভিড প্রোটোকল মানা হবে বুথে।

পিপিই কিট থেকে শুরু করে মাস্ক, স্যানিটাইজার, সব ব্যবস্থাই রাখা হয়েছে।বিধানসভা নির্বাচনেও এমন ভোট দানের ব্যবস্থা করা হয়েছিল কোভিড পজিটিভ রোগীদের জন্য। ভোটগ্রহণ লগ্নের শেষের দিকে বুথে গিয়ে বিধি মেনে ভোট দিয়েছিলেন তাঁরা। এবারেও সেই ব্যবস্থা রাখা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট