KMC Election2021: প্রথমবার ‘জেমস’-র মাধ্যমে সম্পন্ন হচ্ছে গোটা প্রক্রিয়া

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাত পেরোলেই কলকাতার পুরভোট। নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই মহামান্য হাইকোর্টের নির্দেশানুসারে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

শুক্রবার বিকালে প্রচার পর্ব শেষ হওয়ার পরপরই কলকাতা পুলিশের র‍্যাফের জওয়ানরা শহরে বিভিন্ন প্রান্তে রুটমার্চ করে। সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে পুরভোট করার জন্য বিরোধীদের দাবি ইতিমধ্যেই নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেও ফের সেন্ট্রাল ফোর্সের দাবিতে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে বিরোধীরা।

সেন্ট্রাল ফোর্স কলকাতা পৌরসভা নির্বাচনে ডেপ্লয় করা হবে কিনা শেষ পর্যন্ত তা মহামান্য হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে। তবে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথভাবে শহর কলকাতার পুরভোট কে সুষ্ঠু ও অবাধে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করেছে।

KMC Election2021: কোভিড আক্রান্ত নাগরিকরদের ভোটদানের বিশেষ ব্যবস্থা কমিশনের

ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে নির্বাচনী সামগ্রী বুথে পৌঁছানোর আপডেট এবার প্রথমবার কমিশনের ওয়েবসাইটে তুলে ধরা হচ্ছে। সাধারণ মানুষ কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে গোটা বিষয়টা নিয়ে আপডেট থাকতে পারবেন। ‘জেমস’ (জেনারেল ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়্যারের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে।

জেমস-এর ব্যবহারে নতুন সংযোজন। পোলিং অফিসাররা গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করছেন। নির্বাচনের আগের দিন শহরের নানা অংশ থেকে সন্ত্রাসের খবর মিলছে। নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করতে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজিপি, স্বরাষ্ট্র দফতরের আধিকারিকের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার।

সম্পর্কিত পোস্ট