KMC Elections 2021: মিলবে মনের রঙের হদিশ, পুরভোট নিয়ে ময়দান কাঁপাচ্ছে গেরুয়া-সবুজ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একদিকে কলকাতা পুরভোটের মাধ্যমে দলের প্রার্থীদের মন বোঝার চেষ্টা করছে দল। অন্যদিকে একই কায়দায় মানুষের দুয়ারে পৌঁছে গিয়ে তাদের মনে কি চলছে তা বোঝার চেষ্টা করছেন প্রার্থীরা। আপাতত এই দুই সমীকরণই কাজ করছে তৃণমূলের অন্দরে।

লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। তার আগে বিজেপিকে এরাজ্যে ধরাশায়ী করতে উঠে পড়ে লেগেছে ঘাসফুল শিবির। শুধু এ রাজ্য নয় তামাম ভারতবর্ষে বিজেপিকে উৎখাত করতে মরিয়া সমস্ত অবিজেপি দলগুলি।

বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে জনসংযোগের কাজ এবং একইসঙ্গে অবাঙালি ভোটকে টার্গেট করে কি করছে ঘাসফুল শিবির। ২০২১ বিধানসভা নির্বাচনে যে সমস্ত ওয়ার্ডে বিজেপির ব্যবধান বেশি ছিল বিশেষত সেই ওয়ার্ডগুলোতে জোর দেওয়া হয়েছে।

আম্বেদকরের মৃত্যুবার্ষিকী পালনের মাধ্যমে কেন্দ্রকে কড়া বার্তা দিতে চায় রাজ্য

বড়বাজার, জোঁড়াসাঁকো, চৌরঙ্গী, ভবানীপুর এলাকায় একটা বড় অবাঙালি ভোটের অংশ রয়েছে। উপনির্বাচনে এই সমস্ত ওয়ার্ডে নিজেদের আধিপত্য বজায় রেখেছে তৃণমূল। তাই মনে করা হচ্ছে এবারের পুরভোট থেকে যথেষ্ট বার্তা দিতে চান তৃণমূল সুপ্রিমো।

দলের একাংশ বলছেন কলকাতা পুরসভার ভোট মানে মিনি ইন্ডিয়ার ভোট। তাই মিনি ইন্ডিয়ার ভোট থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের বাদ্যি। কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বলেছেন আলাদা করে কাউকে নিয়ে ভাবা হচ্ছে না। বিভিন্ন ওয়ার্ডের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডকে গুরুত্ব দিয়ে মানুষের কাছে পৌছানো টাই আমাদের উদ্দেশ্য।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক বিপর্যয়ের কারণ হয়েছিল জনসংযোগের অভাব এবং গোষ্ঠীদ্বন্দ্ব। শয়ে শয়ে প্রকল্পের উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করলেও সেই প্রকল্প জনমানষে পৌঁছয়নি। তারপরেই ভোট কুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত দিদিকে বল কর্মসূচি নিয়েছিল তৃণমূল। লক্ষ্য একটাই জনসংযোগ।

তাই রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এবারের কলকাতা পুরভোটের মাধ্যমে কি হতে চলেছে আগামীতে তার একটা রূপরেখা পেতে চলেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। একই সঙ্গে পুরোভোটকে কেন্দ্র করে বিজেপির অন্দরের বেহাল চিত্র তা ক্রমশই প্রকাশ পাচ্ছে। এখন দেখার ১৪৪ টি ওয়ার্ডে তৃণমূলের রান কত হয়

সম্পর্কিত পোস্ট