কলকাতায় সাইকেল চালাতে নীল নক্সা বানাচ্ছে কেএমডিএ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শহর কলকাতায় এবার চলবে সাইকেল। তার জন্য লাগবে পৃথক লেন। তাই লেন তৈরির জন্য নকশার পথে এগোল প্রশাসন।
উল্লেখ্য, আনলক-১ এর পর থেকেই কলকাতার রাস্তায় বেড়েছে সাইকেলের সংখ্যা। করোনার বিরুদ্ধে লড়াই ও পরিবেশ দূষণ কমাতে সাইকেল লেন কেন থাকবে না? তা নিয়ে কথা উঠছিল।
কিন্তু শহরের রাস্তায় সত্যিই কী পৃথক লেন করা সম্ভব? সেই উত্তর খুঁজতে কেএমডিএ দায়িত্ব দিয়েছে এক বিশেষ সংস্থাকে। ফলে, লেন তৈরি ও সাইকেল চালানোয় বড় সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, ওই সংস্থা নকশা তৈরি করে জানাবে কীভাবে কলকাতার রাস্তায় সাইকেলের আলাদা লেন হতে পারে। আগামী পাঁচ মাসের মধ্যেই সমীক্ষা শেষ হবে। শহর কলকাতার ৬০ টি রাস্তায় সাইকেল লেন হতে পারে।
গাছে কাঁঠাল গোঁফে তেল….
সূত্রের খবর, ফুটপাথ কেটে সাইকেল লেন বানানো হতে পারে। সেক্ষেত্রে ৬০টি রাস্তাতেই এটি সম্ভব কি না, তা খতিয়ে দেখতে হবে। এক্ষেত্রে কেএমসি ও কেএমডিএ একত্রে কাজ করবে। এখন এই নকশা করতে খরচ হচ্ছে প্রায় ২৫ লক্ষ টাকা।
শহরের প্রতিটি রাস্তা সাইকেলের জন্য ব্যবহার করতে দেওয়ার ক্ষেত্রে জায়গার সমস্যা আছে। সেক্ষেত্রে ফুটপাথের ৩০ শতাংশ জায়গা ব্যবহার করা হতে পারে।
এছাড়া পার্কিং তুলে সেখানেও লেন করা যেতে পারে। তবে যেসব জায়গায় অত্যন্ত জ্যাম হয়, সেখানে কীভাবে এই সাইকেলের লেনের নকশা বানানো যায় সেটাই এখন চ্যালেঞ্জ পুরসভার কাছে।
হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা হতে পারে বলেও খবর।