Sushant Singh Rajput: ফের সুশান্তের জন্য পথে অনুরাগীরা, সল্টলেকে সিবিআই দফতরের বাইরে বিক্ষোভ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ   বলিউড সুপারস্টার সুশান্ত সিং রাজপুত সবাইকে অবাক করে অকালে চলে যান। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল আত্মঘাতী হয়েছেন। যদিও সুশান্ত ভক্তদের পাশাপাশি বিভিন্ন সংস্থা দাবি করেন গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। আজও বহু সুশান্ত অনুরাগী মনে করেন খুন করা হয়েছে পর্দার এমএসডিকে। কিন্তু প্রায় দু’বছর হতে চলল আজও সুশান্তের মৃত্যু নিয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। তাই বাধ্য হয়ে রবিবার সুশান্ত অনুরাগীরা ফের পথে নামলেন। দাবি জানালেন ন্যায়বিচার দেওয়া হোক সুশান্তকে।

Kolkata school cleaning: ডেঙ্গু, ম্যালেরিয়ার কথা মাথায় রেখে স্কুল সাফাইয়ের নির্দেশ

১৪ জুন ২০২০ তে রহস্যজনক মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। তাঁর মতো বলিউডের একেবারে প্রথম সারির অভিনেতার এই আকস্মিক প্রয়াণে চমকে উঠেছিল সবাই। সুশান্তের পরিবারের পাশাপাশি দেশব্যাপী অনুরাগীদের দাবিতে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কিন্তু আদালতের দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত জানা যায়নি কীভাবে এই অভিনেতার মৃত্যু হয়েছে বা তাঁর মৃত্যুর পিছনে কারা দায়ী।

তাই সুশান্তের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে রবিবার বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়। আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের বাইরে ‘কলকাতা ওয়ারিয়ার্স’ সংস্থার পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সাদা পায়রা উড়িয়ে এই সংস্থার সদস্যরা দ্রুত সুশান্তের মৃত্যুর ন্যায়বিচারের দাবি জানান। তাঁদের প্রয়াত অভিনেতার নামে স্লোগান দিতেও দেখা যায়।

একই সঙ্গে এই সংস্থার সদস্যরা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশ্ব শান্তির বার্তা দেন। তাঁরা সকলেই সুশান্ত সিং রাজপুতের ছবি আঁকা টিশার্ট পরেছিলেন।

সম্পর্কিত পোস্ট