কলকাতায় কনটেন্টমেন্ট অঞ্চলের সংখ্যা কমেছে ১৫টি, বেড়েছে উত্তর ২৪ পরগণা ও হাওড়ায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা প্রভাবিত কনটেন্টমেন্ট অঞ্চলের সংখ্যা কমেছে ১৫টি । তবে  কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে ।

কলকাতায় কনটেন্টমেন্ট অঞ্চলের সংখ্যা ৩৩৪ থেকে কমে ৩১৯ টি হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

একনজরে সেই তালিকাঃ 

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু, মৃত বেড়ে ৭২

অন্যদিকে উত্তর ২৪ পরগনায় ৮৫ থেকে বেড়ে ৯০ হয়েছে। হাওড়ায় ৭৪ থেকে ৭৬ এ পৌঁছেছে।

অবশ্য দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে কনটেন্টমেন্ট অঞ্চলের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

সব মিলিয়ে বর্তমানে রাজ্যের ১৩ টি জেলায় ৫৪৭ টি কনটেন্টমেন্ট অঞ্চল রয়েছে।

অন্যদিকে, এক ব্যক্তির শরীরে করোনা পজেটিভ মেলায় বর্ধমান শহরের ২ নং ওয়ার্ডের সুভাষ পল্লীকে কনটেন্টমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন।

বাইরে থেকে কেউ যাতে এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য এলাকাটিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। সুভাষ পল্লীতে বসবাসকারী মানুষজনের আজ স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্য কর্মীরা।

সম্পর্কিত পোস্ট