মহাডার্বির কাউন্টডাউন শুরু, নতুন দলে নতুন স্ট্র্যাটেজি দুই কোচের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হাল্কা শীতের মধ্যেই বাড়ছে ফুটবলের উত্তাপ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মহাডার্বি। গোয়ার তিলক ময়দানে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। কোভিডের কারণে বদলে গিয়েছে ছন্দ। যুবভারতীর চেনা মাঠে মুখোমুখি হচ্ছে না কেউই। বরং দর্শক শূন্য মাঠেই বসবে এবারের ডার্বির আসর।

ইতিমধ্যেই পুরানো স্মৃতি এবং পরিসংখ্যানের তুল্যমুল্য বিচার করে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা বাড়িয়ে চলেছে দুই দল। কেরালা বিরুদ্ধে এবারের আইএসএলের প্রথম ম্যাচ খেলে লাল-হলুদ কোচ রবি ফাউলারের জন্য সুবিধা করে দিয়েছে। অন্যদিকে নতুন কোন স্ট্যাটেজি নিয়ে এদিনের মাঠে চলেছেন এসসি ইস্টবেঙ্গল? তার রহস্যভেদ করতে পারেননি এটিকে মোহনবাগান কোচ অ্যান্টনিও হাভাস। একমাত্র ফাউলারের স্ট্র্যাটেজির সম্পর্কে ওয়াকিবহাল এটিকে মোহনবাগানের নতুন সংযোজন ব্র্যাড ইনম্যান। আর চেনা ছকের মধ্যে রয়েছেন এটিকে প্রাক্তন দুই খেলোয়াড় বলবন্ত সিং এবং শেহনাজ সিং। কেমন হবে লাল-হলুদের ডিফেন্স তা নিয়ে এখনও প্রশ্নের মধ্যে রয়েছেন রয় কৃষ্ণ।

আরও পড়ুনঃ জয় দিয়ে সিজন শুরু এটিকে মোহনবাগানের

শুক্রবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগেই দলের অধিনায়ক এবং সহ অধিনায়ক ঠিক করে ফেলেছেন ফাউলার। অধিনায়ক হচ্ছেন ড্যানি ফক্স এবং সহ-অধিনায়ক পিল ক্লিন্টন। লিভারপুলে খেলার সময় ৩-৫-২ ফর্মেশানে খেলেছেন ফাউলার। ডার্বিতেও দলকে একই ফর্মেশালে খেলাতে চাইছেন তিনি। প্রয়োজনে উইঙ্গারদের ডিফেন্সে ব্যবহার করতে পারেন তিনি। সেক্ষেত্রে ভারতীয় তারকা জেজের সঙ্গে ফরোয়ার্ডে পিলক্লিন্টনকে ব্যবহার করতে পারেন তিনি। প্রথম দলে থাকতে পারেন মাঘোমা, স্টেইনম্যান, স্কট নেভিল।

অন্যদিকে, গত ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে থাকছেন এটিকে মোহনবাগানের মাইকেল সুসাইরাজ। পরিবর্ত হিসাবে শুভাশিসকে ব্যবহার করতে পারেন হাভাস। প্রথম ম্যাচে রয় কৃষ্ণর সঙ্গে ডেভিড উইলিয়ামসকে দেখা যায়নি। কিন্তু প্রতিপক্ষ যখন ইস্টবেঙ্গল, তখন ডেভিড উইলিয়ামসকে ব্যবহার করতে পারেন স্প্যানিশ হেডস্যার। অন্যদিকে ডিফেন্সে তিরি, সন্দেশ ঝিঙ্গান প্রীতমকে ব্যবহার করে দুর্গ রক্ষা করতে চাইবেন অ্যান্টনিও হাভাস।

সব মিলিয়ে ডার্বির উত্তেজনার পারদে নিজেদের ঘামাচ্ছে ফুটবল প্রেমী বাঙালী। শেষ হাসিটা কার হবে? দেখার অপেক্ষায় ফুটবল মহল।

সম্পর্কিত পোস্ট