Kolkata High Court : বালু , কাকুদের জন্য এসএসকেমে বেড পাচ্ছেন না আশঙ্কাজনক রোগীরা , হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে
The Quiry : রাজ্যের একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের চিকিৎসা পরিষেবার অপব্যবহার হচ্ছে। এই অভিযোগ জানিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। এই হাসপাতালে ভর্তি বালু , কালীঘাটের কাকুরা।
অভিযোগ , এদের জন্য আমজনতার চিকিৎসা ব্যহত হচ্ছে। চিকিৎসার নামে ভুয়ো চিকিৎসা হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় রোগীরা বেড না পেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে। তাঁদের উপযুক্তি চিকিৎসা মিলছে না। জানা গিয়েছে হাইকোর্টে মামলাটি করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর মতে, এই প্রশ্ন সাধারণ মানুষের। বৃহত্তর জনগণের স্বার্থে এই মামলা করা হয়েছে। জানা গিয়েছে, মামলার আবেদনটি গৃহিত হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই শুনানি হতে পারে।
Kolkata High Court : বালু , কাকুদের জন্য এসএসকেমে বেড পাচ্ছেন না আশঙ্কাজনক রোগীরা , হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
আরও খবর- IGNOU তে কবে ভর্তি ? রেজিস্ট্রেশন কবে ? দেখুন বিজ্ঞপ্তি
মামলাকারী দাবি , ওই হাসপাতালে চিকিৎসাধীন সমস্ত অভিযুক্তদের মেডিক্যাল রিপোর্ট আনা হোক। সেই রিপোর্ট যাচাই করা হোক অন্য কোনও কেন্দ্রীয় হাসপাতালকে দিয়ে। একই সঙ্গে মামলাকারীর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালত নির্দেশ দিক ওই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড জমা করতে। আবেদন জানিয়েছেন আইনজীবি।