গত বছরের মতো এবছরেও পুজো প্যান্ডেলে “নো এন্ট্রি”
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যজুড়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারেও দুর্গাপূজার প্যান্ডেলে প্রবেশ করতে পারবেন না পূর্ণাথীরা। শুক্রবার হাইকোর্টকে এমনটাই জানালো রাজ্য ৷
শুধুমাত্র পুজো কমিটির উদ্যোক্তারা উপস্থিত থাকতে পারবে বলে জানিয়েছে রাজ্য। একই নিয়ম চলবে কালিপুজো অবধি৷
রাজ্যের তরফে জানানো হয়েছে, গতবারের ১৯ ও ২১ অক্টোবর দেওয়া নির্দেশ জারি রাখার আবেদন মেনে এবারেও মন্ডপে “নো এন্ট্রি” থাকছে।
রাজ্যের তরফে এডভোকেট জেনারেল আদালতে জানান, প্যান্ডেলে “নো এন্ট্রি” রাখার নির্দেশ দিলে আপত্তি করবে না। ফলে এবারেও দুর্গাপুজো থেকে কালী পুজোয় দর্শক শূন্য হতে চলেছে । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দেয়।
সামনেই দেশে শুরু হতে চলেছে উৎসবের মরশুম। কিন্তু তার আগেই করোনার গ্রাফ উর্ধ্বমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) বুলেটিন (Bulletin) অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত (Covid Positive) হয়েছেন ২৬ হাজার ৭২৭ জন।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৬৬ হাজার ৭০৭। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ২৭৭ জন করোনা রোগীর। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৮ হাজার ৩৩৯।
দেশজুড়ে মোট সক্রিয় করোনা রোগীর (Active Cases) সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ২২৪।
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা টিকাকরণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ কোটি ২ লক্ষ ৮ হাজার ৭ জন।