DA : ব্যাকফুটে রাজ্য , স্যাটের নির্দেশ বহাল রেখে ৩ মাসের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ আদালতের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ডিএ মামলায় রাজ্যের আর্জি খারিজ। স্যাটের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিল আদালত। হাইকোর্টের স্পষ্ট কথা, “ডিএ বা মহার্ঘভাতা আইনি অধিকার, মৌলিক অধিকার।”

শুক্রবার DA মামলার রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ বলে, “DA হচ্ছে মৌলিক অধিকার। সরকারের যারা মূল শক্তি, তাঁদের দাবিকে এভাবে অস্বীকার করা যায় না। তাঁদের DA অস্বীকার করলে, সেটা ডিমোরালাইজ করা হবে। স্যাট যথাযথ রায় দিয়েছিল।” সূত্রে খবর, মোট ৯৭ হাজার কোটি টাকা DA বকেয়া বলে দাবি।

সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য মোট মহার্ঘভাতা ৩৪ শতাংশ। ওদিকে ষষ্ঠ বেতন কমিশন দীর্ঘ টালবাহানার শেষে লাগু হওয়ার পর রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘভাতা ৩ শতাংশ। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়ার পরিমাণ ৩১ শতাংশ।

২০১৬ সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা চলছে। কখনও স্যাটে আইনি লড়াই হয়েছে। কখনও মামলা হাইকোর্টে চলেছে। ২০১৯ সালের জুলাইয়ে স্যাট নির্দেশ দিয়েছিল যে ছয় মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেটা হয়নি। বিষয়টি ফের হাইকোর্টে গড়ায়।

সম্পর্কিত পোস্ট