Kolkata Mumbai Flight : সপ্তাহে সাত দিনই চলবে কলকাতা- মুম্বাই উড়ান, ব্রিটেনের বিমান অবতরণে অনুমতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজ্য সরকার দেশীয় ও আন্তর্জাতিক বিমান চলাচলে ( Kolkata Mumbai Flight ) বিধি নিষেধ বেশ কিছুটা শিথিল করেছে। সোমবার নবান্নে রাজ্যের কোভিদ পরিস্থিতি পর্যালোচনা করার পর একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন এবার থেকে ব্রিটেন থেকে আসা বিমান কলকাতায় নামতে দেওয়া হবে, তবে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষা করাতেই হবে। করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়লে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে বাধ্যতামূলক আইসোলেশনে যেতে হবে। আর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই ঢুকতে দেওয়া হবে।

Kolkata Mumbai Flight

মুখ্যমন্ত্রী আরও বলেন, এবার থেকে সপ্তাহে সাত দিনই মুম্বই ( Kolkata Mumbai Flight ), দিল্লি বিমান উড়বে। তবে কোভিড সংক্রমণ বাড়ায় কলকাতা-বেঙ্গালুরু উড়ানে আগের মতোই কড়াকড়ি থাকবে।

নবান্ন আগেই জানিয়েছিল, বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে হবে। রিপোর্ট পজিটিভ হলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের। সে জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থাও করা হবে। প্রোটোকল মেনে চিকিৎসা হবে সেখানেই।

Independence Museum : স্বাধীনতার ৭৫ বছরে আলিপুর সেন্ট্রাল জেল চত্বরে তৈরি হচ্ছে ‘ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম’

তাছাড়া বিমানবন্দরে ( Kolkata Mumbai Flight ) নেমেই যাতে দ্রুত কোভিড টেস্ট করাতে পারেন যাত্রীরা সে জন্য প্রি-বুকিং করে রাখার কথা বলা হয়েছিল। ওমিক্রন সংক্রমণ যে দেশগুলিতে উদ্বেগজনক, সেখান থেকে ফিরলেই আরটি-পিসিআর টেস্টের জন্য যাত্রীদের প্রি-বুকিংয়ের প্রোটোকল দেওয়া হয়েছিল।

তবে ব্রিটেনে ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকায় রাজ্য সরকার নির্দেশ দেয়, ব্রিটেন থেকে আর কোনও বিমানকেই কলকাতায় নামতে দেওয়া হবে না। এতদিনে সেই নিষেধাজ্ঞা বাতিল হল।

সম্পর্কিত পোস্ট