ফুটপাথ বাসিন্দাদের পাশে কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমি

রাহুল গুপ্ত

ওঁরা একেবারে প্রান্তিক মানুষ। ঠিকানা কেয়ার অফ ফুটপাথ। প্রতিদিনই ওদের থাকতে হয় রাস্তার ধরে। এবার তাদের জন্যই কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমি। সম্পূর্ণ নিজেদের প্রয়াসে প্রান্তিক মানুষজনদের পাশে KPTA .

ছবিঃ নিজস্ব চিত্র

খিদিরপুর সংলগ্ন হেস্টিংস এর রাস্তার ধরে দরিদ্র মানুষজনদের দেওয়া হলো রান্না করা খাদ্য। প্যাকিং করে। সুস্বাদু – পুষ্টিকর। আগে থেকেই পৌঁছে যান পুলিশ আধিকারিকেরা। করে দেওয়া হয় সাদা গোল গোল দাগ । সেই দাগের মধ্যেই দাঁড়িয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওরা নিলো দুপুরের খাবার।

ছবিঃ নিজস্ব চিত্র

প্রত্যেকের হাতেই স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করিয়ে তারপর খাবার তুলে দেওয়া হয় তাদের হাতে। বারবার কর্তব্যরত পুলিশ আধিকারিকের মাইকে প্রচার করেন এই সময় কি কি করবেন আর কি কি করবেন না।

ছবিঃ নিজস্ব চিত্র

পুলিশ ট্রেনিং একাডেমিতে যে সমস্ত আধিকারিকেরা রয়েছেন প্রত্যেকের ব্যক্তিগত সাহায্যে এই কার্যক্রম জানালেন।

আরও পড়ুনঃ রাজ্যেই তৈরী হবে হাইড্রক্সিক্লোরোকুইন, ছাড়পত্র পেল বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাকিউটিক্যালস

KPTA এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সুদর্শন দাশ .কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমি এর এই উদ্যোগ কে স্বাগত জানাতে ওই অঞ্চলে মিলিটারির আধিকারিকদের ও দেখা গেলো।

ছবি- নিজস্ব চিত্র

দেখা গেলো কলকাতা পুলিশ কেও। সবাই হাতে হাত দিয়ে এক মন্ত্রে দীক্ষিত হয়ে এই লড়াই এ সামিল হলেন।

কুর্নিশ জানাই কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমিএর প্রত্যেক আধিকারিক কে। এই ভাবেই আপনারা থাকুন সমাজের পাশে , মানুষের পাশে। সুস্থ থাকুন আপনারা।

আগামী সোমবার KPTA এর এই রকমই উদ্যোগ নেবে উত্তর কলকাতায়।

সম্পর্কিত পোস্ট