Kolkata Port : কলকাতা বন্দরে টেকনিশিয়ান পদে নিয়োগ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত বন্দর
The Quiry : Kolkata Port শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত বন্দরে মোট ২ জন অভিজ্ঞ টেকনিশিয়ানকে নিয়োগ করা হবে। আবেদনকারীদের টেকনিশিয়ান হিসাবে বন্দরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে আইটিআই ডিগ্রি থাকতে হবে। শিপ মেশিনারি রিপেয়ারের কাজে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।এই পদের জন্য আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১১ জানুয়ারি অবধি আবেদন গ্রহণ করা হবে।
Kolkata Port : কলকাতা বন্দরে টেকনিশিয়ান পদে নিয়োগ
আরও খবর- Narendra Modi : বন্ধু নরেন্দ্র মোদীকে মিস করছেন ! – প্রধানমন্ত্রীকে রুশ সফরে আমন্ত্রণ পুতিনের
৫০ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা হবে। অফলাইনে এই আবেদন করতে হবে। কলকাতা বন্দরের স্ট্যান্ড রোডের অফিসে আবেদন পত্র পাঠাতে হবে। লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যতম প্রার্থীকে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের সময় আবেদনকারীকে সমস্ত নথি সঙ্গে রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতা থেকে কাজের অভিজ্ঞতার নথিও দেখাতে হবে।