করোনা যুদ্ধে সৈনিক কলকাতার সাংবাদিক মহল, রাজ্য সরকারের ত্রাণ তহবিলে তুলে দেওয়া হল চেক

দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা যুদ্ধে সৈনিক হয়ে এগিয়ে এলেন কলকাতার সংবাদিক মহল। সংবাদিক বা চিত্রসাংবাদিক সবাইকে নিয়ে রক্তদানের আয়োজন করে কলকাতা প্রেস ক্লাব।

রাজ্যের স্বাস্থ্য দফতরের সহযোগিতা আয়োজন করা হয় এই বিশেষ রক্তদান শিবিরের।

রক্তদানের শুভসূচনা করেন রাজ্য স্বাস্থ্য প্রতি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের এই প্রয়াসকে সাধুবাদ জানান।

কলকাতায় প্রেস ক্লাবের উদ্যোগে, ৩০ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক আজ রক্তদান করেছেন।

একইসঙ্গে এদিন রাজ্য সরকারের দ্বিতীয় ভ্রাম্যমান রক্তসংগ্রহ বাসের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের স্বাস্থ্য দফতরের রাষ্টমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

লকডাউন পরবর্তী উপায় বাতলালেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি

তিনি বলেন রাজ্য সরকার এই রকম দশটি বাস পথে নামাবে এবং কয়েকটিকে জেলাতেও পাঠানো হবে।

এদিন মন্ত্রীর হাতে প্রেস ক্লাবের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে।

পয়লা বৈশাখ থেকে সপ্তাহে দুদিন করে প্রেস ক্লাবে ভারত সেবাশ্রম সঙ্ঘের সহায়তায় দুস্থ মানুষদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে।

অন্যদিকে, প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত এবং অসত্য খবর ও ছবি চিহ্নিত করার পদ্ধতি নিয়ে দুটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট