ফের নজির বিধানসভায়, পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকে গরহাজির মুকুল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চেয়ারম্যান এবং বিরোধী সদস্যদের অনুপস্থিতিতে রাজ্য বিধানসভায় আজ নতুন পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল। কমিটির চেয়ারম্যান মুকুল রায় অনুপস্থিত থাকায় ওই বৈঠকে পৌরহিত্য করেন তৃণমূল বিধায়ক তাপস রায়।

নির্মল ঘোষ, অশোক দেব, দেবব্রত মজুমদার ও স্বর্ণকমল সাহা, অসীমা পাত্র, দেবাশিস কুমার, শ্যামল মন্ডল এর মত তৃণমূল কংগ্রেস সদস্যরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তবে পূর্বঘোষণা মতোই বিজেপির কোন সদস্য পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে যোগ দেননি।

তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের সূত্রে জানা গেছে নিয়ম রক্ষার এই বৈঠকে আজ তেমন কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি। আগামী ১৩ ও ২৭ অগাস্ট পিএসি-র পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে।

দার্জিলিং ছাড়িয়ে নামছে অদৃশ্য করোনার ভয়াল ডেল্টা রূপ

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, গোটা বিষয়টি অত্যন্ত ব্যতিক্রমী হয়ে থেকে গেল। যাকে ঘিরে এত বিতর্ক, এত সংঘাত, সেই ব্যক্তিই উপস্থিত ছিলেন না বৈঠকে। অথচ তাঁর উপস্থিতির প্রতিবাদ জানিয়েই বৈঠক বয়কট করেন বিজেপি সদস্যরা।

উল্লেখ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটির আগামী বৈঠক গুলিতেও বিরোধীরা যে অংশ নেবেন না তা আগেই স্পষ্ট করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে আজই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে স্পিকারের ঘরে দ্বিতীয় দিনের শুনানি রয়েছে।

বিষয়টি দ্রুত নিষ্পত্তি চাইছে বিজেপির পরিষদীয় দল। এ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর সহ বিজেপি বিধায়কদের। তাই এই দিনের শুনানির তাৎপর্য অনেকটাই বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

সম্পর্কিত পোস্ট