পুজোগাইড প্রকাশ করল কলকাতা পুলিশের

দ্য কোয়ারি ডেস্ক: মাঝখানে আর মাত্র দুটোদিন। বৃহস্পতিবার ষষ্ঠী থেকে পুরোদমে শুরু হয়ে যাচ্ছে পুজো। এমতাবস্থায় সোমবার লালবাজারে শহরের পুজো গাইড প্রকাশ করল কলকাতা পুলিশ।

শহরের পুজো গাইডটি আনুষ্ঠানিক প্রকাশ করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। উত্তর ও মধ্য– দক্ষিণ ও দক্ষিণ পূর্ব– দক্ষিণ শহরতলী ও দক্ষিণ পশ্চিম এবং বন্দর এলাকা ভাগ করে বিভিন্ন পুজোর পথনির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে ওই গাইডবুকে দেওয়া হয়েছে শহরে পায়ে হেঁটে প্রতিমাদর্শনের পথ নির্দেশিকাও। এছাড়াও পুলিশ সহযোগীতা কেন্দ্র– মেট্রো স্টেশন– হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স– নো পার্কিং জোন– বাস স্টপেজগুলি কোথায় কোথায় রয়েছে এ সম্মন্ধীয় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কলকাতা পুলিশের প্রকাশিত গাইডবুকটি।

এটি কলকাতা পুলিশের বিভিন্ন স্টল ছাড়াও বিভিন্ন পুজো মণ্ডপের কাছ থেকেও এই গাইডবুক মানুষ সংগ্রহ করতে পারবেন। এই গাইডটি সঙ্গে থাকলে সহজেই শহরের পুজো মণ্ডপ পরিক্রমা করা যাবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/avishek-banerjee-attack-amit-shah-about-presidential-rule-in-west-bengal/

উল্লেখ্য– শহরের নটি ডিভিশনে তুলনামূলকভাবে বড় পুজোমণ্ডপে সোমবার থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। এরমধ্যে– কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনে চারটি– সাউথ ওয়েস্ট ডিভিশনে তিনটি– সাউথ সুবার্বান ডিভিশনে চারটি– সাউথ ডিভিশনে পাঁচটি– সাউথ ইস্ট ডিভিশনে ছটি– নর্থ ডিভিশনে ছ’টি– সেন্ট্রাল ডিভিশনে তিনটি– ইস্টার্ন সুবার্বান ডিভিশনে দুটি এবং পোর্ট ডিভিশনে একটি পয়েন্টে পুলিশি ব্যবস্থা করা হয়েছে।

আজ মঙ্গলবারও একই ব্যবস্থাপনা থাকছে। ষষ্ঠী থেকে ধীরে ধীরে পুুলিশি ব্যবস্থা বাড়ানো হচ্ছে। সপ্তমী থেকে দশমী পুরোদমে পুলিশ মোতায়েন থাকবার কথা।

সম্পর্কিত পোস্ট