টিকাকরণের নিরিখে দেশের ৬ বড় শহরের মধ্যে প্রথম স্থানে কলকাতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা টিকাকরণের হারের নিরিখে দেশের ৬ বড় শহরের মধ্যে কলকাতা প্রথম স্থানে রয়েছে। এই শহরের ৬১.৮ শতাংশ মানুষ ইতিমধ্যেই করোনার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। টিকার দুটি ডোজই পেয়ে গেছেন ২১ শতাংশ মানুষ।
কো-উইন ড্যাশবোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিক ইনসাইট ডেটাভার্সেইরির সূত্রে এই তথ্য টুইট মারফত জানা গেছে। অন্যদিকে, টিকাকরণের নিরিখে বড় শহর গুলির মধ্যে পিছিয়ে রাজধানী দিল্লি। সেখানে টিকাকরণ হয়েছে মাত্র ৩৫.১ শতাংশ মানুষের। যার মধ্যে ১১.১ শতাংশ মানুষের দ্বিতীয় ডোজ হয়েছে।
টিকার ডোজের অভাবে আজ রাজ্য জুড়ে করোনা টিকাকরণ ব্যাহত হচ্ছে। বিশেষ করে কোভ্যাকসিন টিকার অপ্রতুলতার কারণে কলকাতা সহ বিভিন্ন জেলায় ওই টিকার দ্বিতীয় ডোজ পেতে মানুষকে হয়রান হতে হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
কলকাতা পুরসভা আজ তাদের টিকাকরণ কেন্দ্রগুলিতে কোভ্যাকসিন টিকা দেওয়া বন্ধ রেখেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অবিলম্বে চার লক্ষ কোভ্যাক্সিনের ডোজ পাঠানোর জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে৷ কিন্তু কবে সেই টিকা আসবে তা এখনও স্পষ্ট নয়৷
এই পরিস্থিতিতে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিতে গিয়ে হয়রান হচ্ছেন বহু মানুষ৷ দ্বিতীয় ডোজ নেওয়ার নির্দিষ্ট দিন পেরিয়ে গেলেও কোভ্যাক্সিনের টিকা পাচ্ছেন না তাঁরা৷ এদিন এসএসকেএম হাসপাতালেও অনেকে কোভ্যাক্সিন নিতে ভিড় করেছিলেন৷ কিন্তু টিকা না থাকায় তাদের ফিরিয়ে দিতে বাধ্য হন হাসপাতাল কর্তৃপক্ষ।