ডেঙ্গিতে কাবু কলকাতার সিপি! আতঙ্ক ক্রমশ বাড়ছে

দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ মশার কাছে আমজনতাও যা, হুজ হু-রাও তাই। তাকে বাড়তে দিলে সে যে কাউকে রেওয়াত করে না। ফের তার প্রমাণ পাওয়া গেল। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সর্বক্ষণ নজর রেখে চলেছেন চিকিৎসকরা।

সূত্রের খবর, গত দু-তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন সিপি। রক্ত পরীক্ষার পরই ধরা পড়ে তাঁর শরীরে ডেঙ্গির জীবাণু বাসা বেধেছে। এরপরই বিনীত গোয়েলের পরিবার দেরি না করে তাঁকে বুধবার সকালেই ক্যামাক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসকদের সর্বক্ষণের পর্যবেক্ষণে আছেন তিনি।

এদিকে খোদ পুলিশ কমিশনার ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও উদ্বেগজনক সংবাদ এসে পৌঁছল। বুধবার নতুন করে ৫৩৭ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যাটা বাড়ছে। শুধুমাত্র সরকারি হাসপাতালেই ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪৮৫ জন।

বদলে গেল জাতীয় সঙ্গীত! যোগী রাজ্যে ব‌ই ছাপার ভুল নাকি বিজেপির অ্যাজেন্ডার বাস্তবায়ন

এবারে ডেঙ্গি হলে মাথা ঘোরা, প্রচণ্ড মাথা যন্ত্রণা, বমি বমি ভাব আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। বেশিরভাগ আক্রান্তেরই শারীরিক সমস্যা মাত্র ছাড়া হচ্ছে। এছাড়াও নাইসেডের রক্ত পরীক্ষার নমুনায় ডেঙ্গি-থ্রি জীবাণুর হদিশ মিলেছে, যা নতুন। কলকাতা ছাড়িয়ে দক্ষিণ ও উত্তর শহরতলীতেও ক্রমশ ছড়িয়ে পড়ছে ডেঙ্গি। ফলে ধীরে ধীরে আতঙ্ক বাড়ছে আমজনতার মধ্যে।

ডেঙ্গির এই বাড়বাড়ন্তের জন্য সার্বিক অসচেতনতাকেই দায়ী করেছেন চিকিৎসকরা। সাধারণ মানুষ যেমন বারবার বলা সত্ত্বেও চারিদিক পরিষ্কার করে রাখছে না, যত্রতত্র জমা জল পড়ে থাকছে, তেমনই পুরসভা পঞ্চায়েতগুলো নিয়মিত আবর্জনা, নিকাশি নালা পরিষ্কার করছে না। খোদ কলকাতার বহু জায়গায় নিকাশি ব্যবস্থা কার্যত থমকে গিয়েছে বলে অভিযোগ।

সম্পর্কিত পোস্ট