ভালোবাসার দিনে শহর কলকাতায় শহীদ স্মরণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভালোবাসার দিনে নিজের মনের মানুষকে ভালোবাসুন , সঙ্গে ভালোবাসুন আমাদের দেশকেও। যে দেশের জন্য ২০১৯ এর ১৪ ই ফেব্রুয়ারি প্রাণ গিয়েছিলো ভারতীয় সেনা জওয়ানদের।

পুলওয়ামায় শহীদ হয়েছিলেন জওয়ানরা । আজ ও তার দগদগে স্মৃতি তাড়িয়ে বেড়ায় দেশের প্রতিটি নাগরিককে। তাই গোটা দেশের সঙ্গে এদিন শহর কলকাতায় ও শাহিদ স্মরণ করা হলো।

ভারতীয় জনতা মাজদুর ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি বাবান ঘোষের নেতৃত্বে এদিনের এই শহীদ স্মরণ অনুষ্ঠান করা হয় দক্ষিণ কলকাতায় ঢাকুরিয়া লেক এ।

এই দিনের অনুষ্ঠানে থাকলেন BJMTU এর জেনারেল সেক্রেটারি রাহুল সাউ , BJMTU এর State Legal Convenor নির্মলেন্দু ঘোষ , BJMTU.এর সাউথ কলকাতার জেলা প্রেসিডেন্ট Narayan Yadav, BJMTU এর District President Tulshi Gharami, BJMTU এর State Committee member. গোবিন্দ দাস , টালিগঞ্জ Film Industry. এর ইউনিয়ন এর তরফে কাজল রায় প্রমুখ।

এদিন লেক এ আশা সব তরুণ তুর্কি এর হাতেই হলুদ গোলাপ , চকলেট ও প্রত্যেক কে দেশের প্রতি আরো ও শ্রদ্ধাশীল হওয়ার জন্য ১৪ই ফেব্রুয়ারী দিনে কি হয়েছিল সেই সমন্ধে জানার জন্য একটি করে কার্ড তুলে দেওয়া হয়। একটু হলেও এই উদ্যোগ ব্যতিক্রমী।

এই মঞ্চ কোনও রাজনৈতিক মঞ্চ নয় , এই মঞ্চ সম্পূর্ণ ভাবেই ছিল অরাজনৈতিক মঞ্চ তবে BJMTU এর এই উদ্যোগ এক সামাজিক বার্তা দিয়ে গেলো সবার সামনে।

ভালোবাসার বন্ধনে বাঁধো প্রিয় মানুষকে , সঙ্গে বেঁধে নাও এই দেশ কে , যে দেশ বীর সৈনিকদের দেশ , যাদের চলে যাওয়ার আজ একবছর পরও কতই না স্মৃতি বহন করে বেঁচে আছে সেই সব শহীদদের পরিবারগুলো। we Salute our indian soldiers .

সম্পর্কিত পোস্ট