প্রয়াত কৃষ্ণনগর উত্তরের তৃণমূল বিধায়ক অবনীমোহন জোয়ারদার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার বাড়িতে প্রয়াত হলেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল বিধায়ক অবনীমোহন জোয়ারদার। বয়স হয়েছিল ৭৯ বছর।

দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী। অবশেষে বৃহস্পতিবার হার মানলেন রোগে কাছে। দলের বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকের ছায়া তৃণমূলের অন্দরে।

চাকরি জীবনে ছিলেন পুলিশকর্তা। অবসরের পর যোগ দেন তৃণমূল কংগ্রেসে। হয়ে ওঠেন মমতা বন্দোপাধ্যায়ের নির্ভরযোগ্য ব্যক্তি। ২০১১ সালের পর ২০১৬ সালেও কৃষ্ণনগর উত্তর থেকে জয়লাভ করেন তিনি।

সোমবার থেকে খুলছে বেলুড় মঠ, থাকছে একগুচ্ছ বিধিনিষেধ

এহেন রাজনৈতিক ভরসা রেখেই কারামন্ত্রকের দায়িত্বভার তার কাধে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু অসুস্থতার কারণে তা বেশীদিন সামলাতে পারেননি।

প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। টুইটারে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

https://twitter.com/MamataOfficial/status/1271301297283592192?s=09

সম্পর্কিত পোস্ট