কুনাল ও শতাব্দীর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

দ্য কোয়ারি ডেস্ক: ভোট শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমবঙ্গে সারদা ও রোজভ্যালি নিয়ে রাজ্যের শাসকদলের নেতাদের ডাকাডাকি শুরু করেছে ইডি। কুণাল ঘোষ, মদন মিত্রের মতো তৃণমূল নেতাদের তদন্তে ‘নতুন লিঙ্ক’ খুঁজে পাওয়ায় সারদা চিটফান্ড তদন্তে ডেকে পাঠানো হয়। এবার শাসকদলে জোর ধাক্কা খেল ইডি-এর নতুন পদক্ষেপে।

সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ও সাংসদ শতাব্দী রায়ের তিন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

মূলত সারদার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শতাব্দী রায়। যার বিনিময়ে মোটা অঙ্কের টাকা পেতেন বীরভূমের সাংসদ। অপরদিকে সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি খবরের চ্যানেলের উচ্চপদে ছিলেন কুণাল ঘোষ। যার ভিত্তিতে তাঁদের কাছে থাকা সারদার সম্পত্তি হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

কিছুদিন আগেই সারদা কাণ্ডে কুণাল ঘোষ তদন্তকারী সংস্থাদের কাছে একটি আবেদন রাখেন। তিনি জানান, সারদার থেকে তাঁর নেওয়া ৬৭ লক্ষ টাকা, যেটা তিনি বেতন ও বিজ্ঞাপণ বাবদ পেতেন তা ফিরত দিতে চান। কুণালের আবেদনে সাড়া দিয়ে ইডি সেই টাকা ফেরত নেয়।

কুণাল জানান, সুদীপ্ত সেনের চ্যানেলে থাকাকালীন তিনি যে টাকা পারিশ্রমিক হিসেবে পেতেন সেটাই ফের‍ত দিয়েছেন। যার জন্য তিনি আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছ থেকে ঋণ ও নিজের জমানো টাকা ও এলআইসি পলিসির মাধ্যমে ওই বিশাল অঙ্কের টাকা মিটিয়ে দিয়েছেন। ইডির তরফে সারদা কাণ্ডে এখনও পর্যন্ত মোট ৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট