সারদা মামলায় মুকুলের সঙ্গে মুখোমুখি জেরার দাবি কুনালের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হওয়ার পর থেকেই একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ও বর্তমান বিজেপি নেতা মুকুল রায়কে একের পর এক আক্রমন শানিয়েছেন কুনাল ঘোষ। এবার ২০২১ এর নির্বাচনের আগেই সারদা কান্ডে মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরার আবেদন জানিয়ে খোলা চ্যালেঞ্জ কুনাল ঘোষের।
জানা গেছে, প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে এই মামলায় মুখোমুখি জেরা চেয়ে তিনি সিবিআই আধিকারিকদের কাছে আবেদন করেছেন।
সারদা মামলা নিয়ে ফের বিস্ফোরক কুনাল ঘোষ। শুক্রবার আলিপুর আদালতে গিয়ে কুনাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন আমি সবসময় এই মামলায় সাহায্য করে এসেছি। যখনই আমাকে ডাকা হয়েছে আমি হাজিরা দিয়েছি। আজও এসেছিলাম।
এদিন তিনি আরও জানান এই মামলা থেকে যেন কোনো প্রভাবশালী ছাড় না পায়। চার্জশিটে যেন সকলের নাম থাকে। আর যদি প্রভাবশালীদের নাম চার্জশিটে না থাকে সেক্ষেত্রে সিআরপিসি 319 ধারা অনুযায়ী আমি আদালতে তাদের টেনে আনব।
একই সঙ্গে কুণাল ঘোষের মনে করেন, কেউ বা কারা যেন রাজনৈতিক ফায়দা না পায়। আইন সকলের জন্য সমান। তার ইঙ্গিত যে বিজেপি নেতা মুকুল রায়ের দিকে ছিল তা বলার অপেক্ষা রাখে না।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/forest-minister-rajiv-at-the-inauguration-of-the-nature-observation-center-at-ramnabagan/
প্রসঙ্গত, লকডাউনের কারণে ব্যাহত হয়েছে সারদাকাণ্ডের তদন্তও। আলিপুর অতিরিক্ত মুখ্য বিভাগীয় বিচারকের এজলাসে অভিযুক্তরা হাজিরা দিতে পারেননি দীর্ঘদিন।শুক্রবার অবশেষে আদালতে হাজিরা দিলেন অভিযুক্তদের বেশ কয়েকজন। ছিলেন অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষও।
এর আগে সারদাকাণ্ডে নাম জড়িয়েছে রাজ্যের পুলিশকর্তা ও কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারেরও। শিলং-এ কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরাও করেছেন তদন্তকারীরা।
তাহলে প্রশ্ন এবার কী মুকুল রায়ের সঙ্গে ফের মুখোমুখি জেরার মুখে বসতে চলেছেন কুনাল ঘোষ?