আগরতলায় পুলিশি জেরায় অসুস্থ কুনাল ঘোষ

দ্য কোয়ারি ওয়েবডেস্ক :  আগরতলায় পুলিশের জেরায় অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। ত্রিপুরায় সরকারি কাজে বাধা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুনাল ঘোষ সহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করে ত্রিপুরা পুলিশ। তাদেরকে খোয়াই থানায় এসে হাজির হতে বলা হয়। পরে তাঁকে খোয়াই থানার পরিবর্তে আগরতলায় হাজিরা দিতে বলা হয়।

পূর্বনির্ধারিত সূচি মেনে মঙ্গলবার সকালে ঠিক ১১টা ৪৫ মিনিটে আগরতলার এনসিসি থানায় যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আসে খোয়াই থানার পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে কুণাল ঘোষ সহযোগিতা করেছেন বলে থানার তরফে চিঠিও দেওয়া হয়। কিন্তু বেরনোর মুখে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কুণাল। তাঁকে আগরতলার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

উল্লেখ্য, গত ৮ আগস্ট খোয়াই থানায় তৃণমূল নেতাদের অবস্থান বিক্ষোভের ঘটনায় আগেই খোয়াই থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ছয়জনের বিরুদ্ধে। সেই মামলা দায়ের হয় ব্রাত্য বসু, দোলা সেন , কুনাল ঘোষ , প্রকাশ দাস এবং সুবল ভৌমিকের বিরুদ্ধে।

ত্রিপুরার পুলিশ সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ১৮৬  এবং ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। খোয়াই থানার এসডিপিও রাজিব সূত্রধরকে গ্রেপ্তার হওয়ার নেতাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানান তৃণমূল নেতারা।

একইসঙ্গে পুলিশ এই বিষয়ে অনড় মনোভাব দেখালে তখনই পুলিশের সঙ্গে অবভ্য আচরণ এবং চিৎকার চেঁচামেচির অভিযোগ ওঠে এই ছয়জনের বিরুদ্ধে।

সম্পর্কিত পোস্ট